সিলেটে দুই পক্ষের সংঘর্ষে চিকিৎসক নিহত

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৯ এপ্রিল ২০২২, ৪:৫২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের সদর উপজেলায় ভূমি সংক্রান্ত বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে এ পল্লী চিকিৎসক নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ২০ জন আহত হয়েছেন বলে পুলিশ সূত্রে জানা গেছে।

শনিবার (৯ এপ্রিল) ভোর সাড়ে ৫টায় দিকে উপজেলার খাদিমনগর ইউনিয়নের সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে রক্তক্ষয়ী এই সংঘর্ষের ঘটনা ঘটে। নিহত পল্লী চিকিৎসকের নাম নিজাম উদ্দিন (৪০)। তিনি সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামের মরহুম বশির উদ্দিনের ছেলে।

তিনি এলাকায় একজন সজ্জন ব্যক্তি হিসেবে পরিচিত ছিলেন। তিনি দুই কন্যা সন্তানের জনক। আহতরা সবাই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনা স্হলে যান সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (ডিসি উত্তর) আজবাহার আলী শেখ, অতিরিক্ত পুলিশ কমিশনার গৌতম দেব, এয়ারপোর্ট থানার সহাকারী পুলিশ কমিশনার মোহাম্মদ মফিজ উদ্দিন, এয়ারপোর্ট থানার ওসি খান মোহাম্মদ ময়নূল জাকির, ওসি (তদন্ত) মোহাম্মদ জসিম,

এয়ারপোর্ট থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির বলেন, সাহেবের বাজার ঘোড়ামারা গ্রামে দুই একর জমি নিয়ে পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন ও একই এলাকার নয়ন মিয়ার মধ্যে বিরোধ চলছিল। এর জের ধরে দুই পক্ষের লোকজনেরা শনিবার ভোরে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এসময় পল্লী চিকিৎসক নিজাম উদ্দিন নিহত হন। এ ঘটনায় গুরুতর আহত কয়েকজনকে ওসমানী মেডিক্যালে প্রেরণ করা হয়েছে। জিজ্ঞাস বাদের জন্য ৪ আটক করা হয়েছে।

এ ব্যাপারে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) আশরাফ উল্লা তাহের বলেন, ঘটনার খবর পেয়ে ঘটনা স্হল পরির্দশন করেছেন উর্ধতন কর্মকতারা। এ ঘটনা প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য  চারজনকে আটক করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি