সব
সিলেটে দুই খাদ্যপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে। র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের যৌথ অভিযানে এই দুই প্রতিষ্ঠান থেকে জরিমানা আদায় করা হয়।
র্যাব জানায়, সিলেট শহরতলির শাহপরাণ এলাকায় গতকাল রোববার (১৬ আগস্ট) বিকেলে র্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথভাবে অভিযান পরিচালনা করে। ০২ টি প্রতিষ্ঠানকে জরিমানা।
অভিযানে নেতৃত্ব দেন র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-৯ এর অপারেশন অফিসার এএসপি এ কে এম কামরুজ্জামান এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট-এর সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম।
অভিযানকালে বরিশাল ফুড ও তান্নি রেস্টুরেন্টকে ভোক্তা অধিকার আইনে মোট ২৮ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জারিমানাকৃত টাকা সরকারি কোষাগারে জমা দেয়া হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি