সব
করোনাভাইরাস সংক্রমণের পরিপ্রেক্ষিতে ঈদুল ফিতরের মতো ঈদুল আজহাতেও সিলেটে ঈদের প্রধান জামাত শাহী ঈদগাহ ময়দানের পরিবর্তে হজরত শাহজালালের (রহ.) দরগাহ মসজিদে অনুষ্ঠিত হয়েছে।
সকাল ৮ টায় অনুষ্ঠিত জামাতে ইমামতি করেন করেন মসজিদের খতিব ও ইমাম হাফিজ মাওলানা আসজাদ আহমদ।
নামাজের আগে মসজিদে মাইক থেকে বারবার স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নিতে বলা হয়।
মসজিদে প্রবেশ পথে বসানো হয় জীবাণুনাশক স্প্রে বুথ। অধিকাংশ মুসল্লি স্বাস্থ্যবিধি মেনে জামাতে অংশ নেন। তবে মুসল্লিরা সবাই মাস্ক পরলেও সামাজিক দূরত্ব মানতে অনেকের মধ্যে অনীহা দেখা গেছে।
এদিকে নিরাপত্তা জন্য দরগাহ এলাকায় সাদা পোশাকের পাশাপাশি পুলিশের সদস্যদের দায়িত্ব পালন করতে দেখা গেছে। করোনাভাইরাসের কারণে ঈদুল ফিতরের মতো এই ঈদেও শাহি ঈদগাহ ময়দানে ঈদের জামাত অনুষ্ঠিত হয়নি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি