সিলেটে তরুণীর আত্মহত্যা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৪ অক্টোবর ২০২১, ৮:১৮ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের জালালাবাদ থানাধীন টুকেরবাজার এলাকায় জেসমিন বেগম (২৫) নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (৩ অক্টোবর) সন্ধ্যায় নিজের বসতঘরের তীরের সাথে ওড়না বেঁধে তাতে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি।

জেসমিন বেশ কিছুদিন যাবৎ মানসিক সমস্যায় ভুগিতেছিলেন বলে পুলিশ জানিয়েছে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপ-কমিশনার বি এম আশরাফ উল্যাহ তাহের জানান, রবিবার সন্ধ্যা ৭টার দিকে জেসমিন বেগম বসতঘরের বাঁশের তীরের সাথে ওড়না দিয়ে গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেন। জেসমিনের দেহ ঝুলতে দেখে তার বাবা ও ভাই তীর থেকে ওড়না কেটে নীচে নামান।

পরে জেসমিনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

খবর পেয়ে জালালবাদ থানার একদল পুলিশ ঘটনাস্থল পরিদর্শন। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি