সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৫ জুন ২০২১, ১০:৩২ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট নগরী থেকে ৫২ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বাবুল মিয়া (৩২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়ান্দা পুলিশ।

গ্রেপ্তারকৃত ওই ব্যক্তি এসএমপির শাহপরাণ (রহ.) থানার বালুচরের আরামবাগ এলাকার হামিদ মিয়ার কলোনির মৃত সুরুজ মিয়ার ছেলে।

মঙ্গলবার (১৫ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টায় খাদিমপাড়া বিআইডিসি এলাকাস্থ সূচনা কমিউনিটি সেন্টারের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পুলিশ জানায়, জব্দকৃত ইয়াবা ট্যাবলেটগুলো সিলেট জেলার জকিগঞ্জ সীমান্তবর্তী এলাকা হতে পাইকারী দরে ক্রয় করে ঘটনাস্থল এলাকাসহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারি দরে বিক্রি করা হয়ে থাকে।

বিষয়টি নিশ্চিত করেন এসএমপির অতিরিক্ত উপ কমিশনার (মিডিয়া) বিএম আশরাফ উল্ল্যাহ তাহের। তিনি বলেন, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি