সিলেটে ডিবি পুলিশের অভিযানে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ২০ অক্টোবর ২০২১, ১১:০৫ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অভিযানে সিলেট নগরীর বন্দরবাজারস্হ রংমহল টাওয়ারের সামনে থেকে দশ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ি গ্রেফতার।

বুধবার (২০ অক্টোবর) সাড়ে ৮টায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে নগরীর কাষ্টঘরের বাসিন্দা মৃত রঞ্জু ঘোষের ছেলে আকাশ ঘোষকে ১০ পিস ইয়াবাসহ গ্রেফতার করা হয়।

মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের পুলিশ পরিদর্শক সৈয়দ মাহবুবুর রহমান এর নেতৃত্বে অভিযানে উপস্হিত ছিলেন এসআই মোঃ আব্দুস সালাম, তাওয়াবুর রহমান চৌধুরী, আনোয়ার হোসেন, মো. জালাল উদ্দিন, আশিকুর রহমান।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায় সে ইয়াবা ট্যাবলেট সিলেট
নগরীর কাষ্টঘর এলাকা হতে পাইকারী ধরে ক্রয় করে এনে ঘটনাস্থল এলাকা সহ আশপাশ এলাকার মাদক সেবীদের নিকট খুচরা ও পাইকারী দরে বিক্রি করে থাকে। মাদক ব্যবসায়ির বিরুদ্ধে সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজুর বিষয়টি প্রক্রিয়াধীন আছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি