সব
সিলেট নগরীতে বেপরোয়া ট্রাক কেড়ে নিয়েছে দুইজনের প্রাণ। সোমবার রাত ১০টার দিকে নগরের সুবিদবাজার ফাজিলচিশত এলাকায় ট্রাকের ধাক্কায় তারা প্রাণ হারান। নিহত দুজন হলেন- নগরীর বনকলাপাড়ার সজিব (২৫) ও জালালাবাদ থানা এলাকার লুৎফুর (২০)। তারা ছাত্রদল কর্মী বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, ফাজিলচিশত পয়েন্টে এইটি পণ্যবাহী ট্রাক একটি মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলেই দুই তরুণ মারা যান।
এদিকে, এ ঘটনায় এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। এসময় তারা প্রায় ২০টি গাড়ি ভাঙচুর করেন। অন্তত চারটি ট্রাকে আগুন দেওয়া হয়েছে। ফলে সিলেট-সুনামগঞ্জ সড়কে দীর্ঘ যানজট দেখা দেয়। এসময় পুলিশের উপরও হামলা চালান বিক্ষুব্ধ লোকজন।
এ ঘটনার খবর পেয়ে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম, মেট্রোপলিটন পুলিশের এডিসি (উত্তর) শাহরিয়ার, সিটি কাউন্সিলর আফতাব হোসেন খান, কয়েস লোদী, মহানগর যুবলীগের সভাপতি আলম খান মুক্তি, কোতোয়ালি থানার সহকারী কমিশনার সামস উদ্দিন সালেহ আহমদ চৌধুরী, ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
এব্যাপারে কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি শান্ত করেছি। ট্রাকচাপায় দুজন মারা গেছে। তাদের মরদেহ উদ্ধার করে হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি