সিলেটে জাতীয় পার্টির প্রতিষ্ঠাবার্ষিকী পালন

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১ জানুয়ারি ২০২১, ১০:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটে অবস্থানরত জাতীয় পার্টির কেন্দ্রীয়, জেলা, মহানগর ও অঙ্গ সহযোগী সংগঠনের যৌথ উদ্যোগে বিপুল উৎসাহ উদ্দীপনায় সিলেটে জাতীয় পার্টির ৩৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। প্রতিষ্ঠা দিবস উপলক্ষ্যে নগরীর চৌহাট্টাস্থ সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ধোপাদিঘীরপাড়স্থ হাফিজ কমপ্লেক্সের সামনে এসে সমাপ্ত হয়।

র‌্যালি শেষে হাফিজ কমপ্লেক্সের সামনে জাতীয় পার্টির কেন্দ্রীয় এবং স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এক সমাবেশ অনুষ্ঠিত হয়।

জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের উপদেষ্টা, সিলেটের সাবেক পিপি অ্যাডভোকেট গিয়াস উদ্দিন আহমদের সভাপতিত্বে এবং আব্দুশ শহীদ লস্কর বশিরের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন ছিলেন, জাতীয় পার্টির চেয়ারম্যানের উপদেষ্টা আব্দুল্লাহ সিদ্দিকী, জাতীয় পার্টির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সাইফুদ্দিন খালেদ, কেন্দ্রীয় কমিটির সদস্য বশির উদ্দিন, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য, দৈনিক একাত্তরের কথা’র প্রকাশক ও সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক শিল্পপতি নজরুল ইসলাম বাবুল, সিলেট জেলা জাতীয় পার্টির সিনিয়র যুগ্ম আহবায়ক আব্দুল মালেক খান, অ্যাডভোকেট আব্দুর রহমান চৌধুরী, মহানগর জাতীয় পার্টির সাবেক সভাপতি অ্যাডভোকেট কাজী আশরাফ উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সামাদ নজরুল।

এ সময় উপস্থিত ছিলেন জাতীয় পার্টি নেতা আহসান হাবীব মঈন, ইকবাল আহমদ, অ্যাডভোকেট আব্দুর রহীম, মজির উদ্দিন চাকলাদার, মামুনুর রশীদ মামুন, মাহমুদুর রহমান মাহমুদ, মুর্শেদ খান, মুরাদ আহমদ শাহীন, সেবুল আহমদ, আনিসুজ্জামান পাপলু, অ্যাডভোকেট গিয়াস উদ্দিন, অ্যাডভোকেট আব্দুল হান্নান, জেলা স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি আবুল কালাম তাপাদার, সেক্রেটারী জুবেদ আহমদ, সিলেট মহানগর জাতীয় ছাত্র সমাজের আহবায়ক আফজাল হোসেন মান্না, জেলা ছাত্র সমাজ সেক্রেটারী আল আমিন, ছাত্র সমাজ নেতা নুরুজ্জামান।

সভা শেষে প্রয়াত রাষ্ট্রপতি হোসেইন মোহাম্মদ এরশাদসহ প্রয়াত নেতৃবৃন্দের রুহের মাগফেরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন জাতীয় পার্টির জেলা শাখার যুগ্ম আহবায়ক আব্দুর রহমান বারাকাত।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি