সিলেটে জয়বাংলা অক্সিজেন সেবা

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৭ ফেব্রুয়ারি ২০২১, ৩:৪৩ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

কোভিড-১৯ এর শুরুর দিকে সাধারণ জনগণের নাগালের বাইরে চলে যায় অক্সিজেন সেবা। দ্বিগুণের চাইতেও বেশী দামে কিনতে হয়েছিল অক্সিজেন সিলিন্ডার। চারদিকে ছড়িয়ে পড়ে নানান উদ্বেগ ও উৎকণ্ঠা। এমন দুর্দিনের অন্ধকারে আশার আলো নিয়ে উপস্থিত হয় ‘জয় বাংলা অক্সিজেন সেবা’।

করোনার তীব্র প্রকোপের মধ্যে গত বছরের  ২৫ জুন থেকে তাদের এই কার্যক্রম শুরু হয়। ২০০ দিনে এই স্বেচ্ছাসেবক টিম সারাদেশে ৩ হাজার ৩ শত করোনা আক্রান্ত রোগীকে সহায়তা করেছে। আর এই উদ্যোগ নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাদ বিন কাদের চৌধুরী, সবুর খান কলিন্স ও রফিকুল ইসলাম সবুজ।

এরই ধারাবাহিকতায় সিলেটে চালু হয়েছে সেবাটি। সম্পূর্ণ বিনামূল্যে পাওয়া যাবে এ সেবা। এমনকি এর জন্য কোন জামানতও জমা দিতে হবে না। ডাক্তারের প্রেসক্রিপশন থাকা সাপেক্ষে স্বেচ্ছাসেবকরা আপনার কাছে পৌঁছে দেবেন এ সেবা।

সিলেটে বিনামূল্যে জয় বাংলা অক্সিজেন সেবা পেতে নিচের নাম্বারে যোগাযোগ করতে বলা হয়েছে:

ফরহাদ হাসান শাহীন – ০১৭৮৭৪৮৪৩১৭, খন্দকার সাঈদ হৃদয় – ০১৭১৩৬৮৪৫৫৮, রাবিবুল ইসলাম স্বপন – ০১৭৫৭২৬২৪৩৬, শাহ্ অনিক – ০১৬২৫২৬৪৩৮২, আসিফুর রহমান রিফাত – ০১৯২৪৩৪১০১৮।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি