সিলেটে ছুরিকাঘাতে যুবক খুন, বন্ধু আটক

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২১, ১২:০৭ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট নগরীর হাওলদারপাড়ায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা পৌণে ৬টার দিকে হাওলদারপাড়াস্থ মজুমদার পল্লীর ভিতরে ভাটি বাংলা সংলগ্ন বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনের রাস্তায় এ ছুরিকাঘাতের ঘটনা ঘটে।

নিহত যুবকের নাম রাজু দাস (২২)। তিনি হাওলদারপাড়া মজুমদার পল্লীর দুলাল চন্দ্র দাসের ছেলে।

এ ঘটনায় নিহত রাজু দাসের বন্ধু সজীব রায়কে্ আটক করেছে জালালাবাদ থানা পুলিশ। তিনি জালালাবাদ থানাধীন দুসকী এলাকার গোপী রায়ের ছেলে।

নিহতের ভাই সূর্য দাস জানায়, মোবাইল ক্রয়-বিক্রয়ের পাওনা ২০০ টাকা নিয়ে জালালাবাদ থানাধীন দুসকী এলাকার গোপী রায়ের ছেলে সজিবের (২২) সাথে ঘটনার ২ ঘন্টা আগে হাওলদারপাড়া মজুমদার পল্লীর দুলাল চন্দ্র দাসের নিহত রাজু দাসের ঝগড়া হয়। উক্ত ঝগড়াকে কেন্দ্র করে বিবাদী সজিবসহ অজ্ঞাত ২/৩ জন মিলে রাজু দাসকে (২২) বাসা থেকে ডেকে নিয়ে নগরীর হাওলদারপাড়াস্থ মজুমদার পল্লীর ভিতর বিষ্ণু ডিপার্টমেন্টাল স্টোরের সামনে ধারালো ছুরি দিয়া উপর্যুপরি আঘাত করলে ভিকটিম গুরুতর আহত হয়। এসময় ভিকটিমের চিৎকার শুনে তার আত্মীয়-স্বজন তাকে উদ্ধার করে দ্রুত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়া গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বর্তমানে ভিকটিমের লাশ সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে আছে।

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে বিভিন্ন স্থানে অভিযান চালায় জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্তীর নেতৃত্বাধীন পুলিশের একটি টিম। ঘটনার ৪ ঘন্টার মধ্যে দক্ষিণ সুরমার মমিনখলা থেকে ঘাতক বন্ধু সজীব রায়কে আটক করতে সক্ষম হয় পুলিশ।

জালালাবাদ থানার সহকারী পুলিশ কমিশনার (এসি) নির্মলেন্দু চক্রবর্তী সিলেট ডায়রিকে বলেন, ঘটনার খবর পেঢে আমরা তাৎক্ষণিক ঘটনাস্থল পরিদর্শন করি। প্রত্যক্ষদর্শীদের বক্তব্য অনুযায়ী ঘাতক সজীব রায়ের বাড়িতে অভিযান চালাই। কিন্তু পুলিশের উপস্থিতি টের পেয়ে সজীব পালিয়ে দক্ষিণ সুরমার মমিনখলা এলাকায় আশ্রয় নেন। আমরা তথ্যপ্রযুক্তি ব্যাবহারের মাধ্যমে সজীবের লোকেশন নিশ্চিত করতে সক্ষম হই এবং ঘটনার মাত্র ৪ ঘন্টার মধ্যে তাকে আটক করি। জিজ্ঞাসাবাদ চলছে। নিহতের স্বজনেরা মামলার প্রস্তুতি নিচ্ছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি