সিলেটে চলছে ৭২ ঘন্টার ট্রাক ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ২৩ আগস্ট ২০২০, ৮:২০ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের জৈন্তাপুরের সারিঘাটে বাঁশকল বসিয়ে রয়্যালিটির নামে হাইওয়ে রোডে চাঁদাবাজির প্রতিবাদে এবার সিলেট জেলায় ৭২ ঘন্টার ট্রাক শুরু হয়েছে। আজ সকাল ৬টা থেকে এ ধর্মঘট শুরু হয়ে চলবে মঙ্গলবার পর্যন্ত। এর আগে এ ব্যাপারে ১২০ ঘন্টা ট্রাক ধর্মঘটও পালন করা হয়েছে। এবার এই ধর্মঘটের পিকআপ কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন। সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপ এবং ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়ন যৌথভাবে এই কর্মসূচি ঘোষণা করেছে।
শনিবার বিকেলে জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের কার্যালয়ে বাঁশকল উচ্ছেদ নিয়ে সিলেট বিভাগের সকল ট্রাক মালিক-শ্রমিকদের নিয়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়। জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি আবু সরকারের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সাধারণ সম্পাদক মো. সজিব আলী। প্রধান বক্তার বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সভাপতি গোলাম হাদী ছয়ফুল। বিশেষ অথিতির বক্তব্য রাখেন হবিগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সাধারণ সম্পাদক মো. গোলাম ফারুক, সিনিয়র সহ সভাপতি মো. তোরাব আলী, হবিগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. আব্দাল মিয়া, প্রচার সম্পাদক মো. সুহেল খান, মৌলভীবাজার ট্রাক, ট্যাংকলরি, কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আজাদুর রহমান ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিয়া, সুনামগঞ্জ জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. নুর উদ্দিন।
সভায় জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার শিষ্টাচার বহির্ভূত আচরনের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে বক্তারা বলেন, সিলেটের মালিক-শ্রমিকদেরকে তার অফিসে পরপর দুইদিন বিষয়টি নিষ্পত্তির জন্য আমন্ত্রণ জানিয়েও রহস্যজনক কারণে তিনিই মালিক-শ্রমিকদের আন্দোলনের পথে ঠেলে দিয়েছেন। তাই আমাদের অধিকার আদায়ের লক্ষে ও বাঁশকল উচ্ছেদের জন্যে রোববার সকাল ৬ টা থেকে ৭২ ঘন্টার জন্য সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান’সহ সর্ব প্রকার পণ্যপরিবহণ ধর্মঘটের ঘোষণা করা হয়েছে। ধর্মঘট পালনের জন্য পরিবহণ মালিক-শ্রমিকদের প্রতি অনুরোধ জানান নেতারা। প্রধান অতিথির বক্তব্যে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক ও বিভাগীয় সাধারণ সম্পাদক মো. সজিব আলী বলেন, যদি ৭২ ঘন্টার মধ্যে দাবি আদায় না হয়, তাইলে পরবর্তীতে সিলেট বিভাগে আরো ৭২ ঘন্টার ধর্মঘট পালন করা হবে।
সিলেট জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মো. আমীর উদ্দিনের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন সিলেট জেলা ট্রাক মালিক গ্রুপের সিনিয়র সহ সভাপতি আতিকুর রহমান আতিক, সাংগঠনিক সম্পাদক শাব্বীর আহমদ ফয়েজ, সহ সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ রাজ্জিক লিটু, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুর আহমদ খান, দপ্তর সম্পাদক আফজল চৌধুরী, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক সোহরাব আলী, জেলা ট্রাক, পিকআপ ও কাভার্ডভ্যান শ্রমিক ইউনিয়নের সহ সভাপতি মো. জুবের আহমদ, সহ সম্পাদক আহমদ আলী স্বপন, সাংগঠনিক সম্পাদক মো. শামীম আহমদ, প্রচার সম্পাদক মো. সামাদ রহমান, দপ্তর সম্পাদক বাবুল হোসেন, কোষাধ্যক্ষ রাজু আহমদ তুরু, সদস্য শরীফ আহমদ, আলী আহমদ আলী, আব্দুল জলিল, আব্দুল মতিন ভিআইপি, বিলাল আহমদ, জলিল মিয়া, সাবেক সাংগঠনিক সম্পাদক নিখিল চন্দ্র দাস, সাবেক সহ সভাপতি হাসমত আলী হাসু, ট্রাক মালিক গ্রুপ সদস্য আনা মিয়া, তোফায়েল আহমদ রাব্বি, শাহীন আলী, ট্রাক শ্রমিক ইউনিয়নের দক্ষিণ সুরমা-মোগলাবাজার আঞ্চলিক কমিটির সভাপতি কাউছার আহমদ, সহ সভাপতি জুমায়েল ইসলাম জুমেল প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি