সিলেটে ঘর থেকে ডেকে নিয়ে যুবক খুন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৯ জানুয়ারি ২০২১, ১০:০৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের খাদিমনগর এলাকায় পূর্ব বিরোধের জেরে নাইম আহমদ (২০) নামের এক যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। নিহত নাইম শাহপরাণ থানাধীন মোহাম্মদপুর এলাকার নিজাম উদ্দিনের ছেলে। মঙ্গলবার বেলা আড়াইটার দিকে বিআইডিসি এলাকার কৃষি গবেষণাঘারের লেকের পাশে এঘটনাটি ঘটে। খবর পেয়ে ওইদিন সন্ধ্যা ৭টার দিকে শাহপরাণ থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।

বিষয়টি নিশ্চিত করেন মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা। তিনি বলেন, সন্ধ্যার দিকে পুলিশ খবর পেয়ে নিহতের লাশ উদ্ধার করে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে প্রেরণ করে। পুলিশ ঘাতকরে গ্রেফতার করার জন্য অভিযান চালিয়ে যাচ্ছে। নিহত নাইমের পেটে, পিটে ও মাথায় ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি