সিলেটে গণটিকায় জনতার ঢল, প্রথমদিনে নিলেন ৫৮৬৪৪ জন

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৭ আগস্ট ২০২১, ৯:৫২ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটে করোনা প্রতিরোধে শুরু হওয়া ভ্যাকসিনেশন কার্যক্রমে উপজেলা পর্যায়ে মোট ৫৮ হাজার ৬৪৪ জন গণটিকা নিয়েছেন। শনিবার (৭ আগস্ট) জেলার ১০০টি ইউনিয়নের ৩০০টি বুথে পঁচিশোর্ধ সাধারণ মানুষ এই গণটিকায় অংশ নেন।

বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের সিভিল সার্জন ডা. প্রেমানন্দ মন্ডল।

এদিকে সিলেটের ডেপুটি সিভিল সার্জন জন্মেজয় দত্ত জানান- সিলেট জেলার ১৩টি উপজেলায় ১০০টি কেন্দ্রে তিনটি করে ৩০০টি বুথ রয়েছে। ভ্যাক্সিনেশন ক্যাম্পেইনে প্রাথমিক পর্যায়ে প্রতিটি বুথে আজ ৩০০ জন করে টিকা দেয়া হয়।

তিনি বলেন- শনিবার ৭ আগস্ট থেকে ১২ আগস্ট পর্যন্ত সিলেটসহ সারা দেশে গণটিকার কার্যক্রম চলার কথা ছিল। তবে আপাতত শুধু একদিন চলে এ কার্যক্রম। পরবর্তীতে মন্ত্রণালয় থেকে নতুন তারিখ জানানো হবে।

এর আগে শনিবার (০৭ আগস্ট) সকাল ৯টায় সিলেটের মাতৃমঙ্গল হাসপাতালের ভার্চুয়ালি ভ্যাকসিনেশন কার্যক্রমের উদ্বোধন করেন সিলেট-১ আসনের সাংসদ ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আবদুল মোমেন।

উদ্বোধনী অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. মোমেন বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ করোনা পরিস্থিতি দৃঢ়ভাবে মোকাবেলা করছে। করোনার সংক্রমণ ঠেকাতে সরকার বিভিন্ন দেশ থেকে টিকার ব্যবস্থা করছে। সামনে আরো প্রচুর টিকা দেশে আসবে।’

তিনি বলেন, ‘গণটিকা কার্যক্রম একটি যুগান্তকারী পদক্ষেপ। এই কার্যক্রম সামনে আরো গতিশীল হবে। সবাইকে টিকা নিতে হবে, স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে। তবেই আমরা করোনামুক্ত বাংলাদেশ দেখতে পাব।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি