সব
সিলেট নগরের মদিনা মার্কেটে কিশোরী (১৫) ধর্ষণের অভিযোগে এক ব্যক্তি গ্রেফতার হয়েছেন। সোমবার দিবাগত মধ্যরাতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে জালালাবাদ থানাপুলিশ।
গ্রেফতারকৃত মো. সুহেল মিয়া (৪০) মদিনা মার্কেটের কালিবাড়ি এলাকার লতিফ মঞ্জিলের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন জালালাবাদ থানার ওসি মো. নাজমুল হুদা খান।
তিনি জানান, ভিকটিম কিশোরী ও অভিযুক্ত সুহেল পাশাপাশি বাসায় থাকেন। সোমবার (২৭ ডিসেম্বর) দুপুরে ওই কিশোরীকে সুহেল তার ঘরে ডেকে নিয়ে জোরপূর্বক ধর্ষণ করেন। এ বিষয়ে সোমবার রাতে ভিকটিম বাদি হয়ে জালালাবাদ থানায় মামলা দায়ের করলে অভিযান চালিয়ে রাতেই পুলিশ সুহেলকে গ্রেফতার করে।
ওসি নাজমুল হুদা খান আরও জানান, ভিকটিমকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ানস্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত সুহেলকে আদালতে প্রেরণের প্রস্তুতি চলছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি