সিলেটে কালো কাপড় বেঁধে সাম্প্রদায়িক সহিংসতার প্রতিবাদ

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ৪ নভেম্বর ২০২১, ১০:১৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সারা দেশে শারদীয় দুর্গা পূজায় সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতার ঘটনায় দায়ীদের বিচার নিশ্চিতের দাবিতে ও সাম্প্রদায়িক অপশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়ানোর আহবানে দেশব্যাপী কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে সিলেটে নিরবতা পালন করেছে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট জেলা ও মহানগর শাখা।

বৃহস্পতিবার (৪ নভেম্বর) সন্ধ্যায় সিলেট নগরীর মির্জাজাঙ্গালস্থ নিম্বার্ক আশ্রমের সামনে ১৫ মিনিট ব্যাপী আয়োজিত মুখে কালো কাপড় বেঁধে কালো পতাকা হাতে ব্যতিক্রমী এই প্রতিবাদ কর্মসূচিতে যোগ দেন সংগঠনের জেলা ও মহানগর শাখার নেতাকর্মীরা।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সভাপতি সুব্রত কুমার দেবের সভাপতিত্বে আয়োজিত নিরবতা পালন কর্মসূচিতে উপস্থিত ছিলেন পূজা উদযাপন পরিষদের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট প্রদীপ কুমার ভট্টাচার্য্য, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ সিলেট জেলা শাখার সহ সভাপতি অ্যাডভোকেট বিজয় কৃষ্ণ বিশ্বাস, জেলা সাধারণ সম্পাদক কৃপেশ পাল, পূজা উদযাপন পরিষদ সিলেট মহানগর শাখার সহ সভাপতি মলয় পুরকায়স্থ, নির্মল সিনহা, সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রঞ্জন ঘোষ, সিলেট মহানগর শাখার যুগ্ম সম্পাদক চন্দন দাশ, অ্যাডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, সিলেট জেলা শাখার সদস্য বিদ্যুৎ সেন, সামন্ত ধর, ছাত্র ঐক্য পরিষদের কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি রকি দেব, পূজা পরিষদ নেতা সুমন বনিক, নারায়ণ পুরকায়স্থ ফনি, যুব ঐক্য পরিষদ সিলেট মহানগর শাখার নেতা অপুর্ব কুমার দাস, জুনাক চৌধুরী প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি