সব
সিলেট বিভাগে গেল ২৪ ঘন্টায় করোনা কেড়ে নিয়েছে আরও ৭ জনের প্রাণ। একই সময়ে বিভাগে নতুন করোনাক্রান্ত শনাক্ত হয়েছেন ২৯০ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় আজ সোমবার দুপুরে এসব তথ্য নিশ্চিত করেছেন।
মৃতদের ৬ জনই সিলেট জেলার ও অপরজন মৌলভীবাজারের বাসিন্দা। এদের নিয়ে বিভাগের ৪ জেলাতে সর্বমোট মৃত্যুসংখ্যা ১০৫৯ জন।
গেল ২৪ নমুনা পরীক্ষা হয়েছিল ১৩৯৬টি। এতে ২৯০ জনের পজিটিভ এসেছে। শনাক্তের হার শতকরা ২০ দশমিক ৭৭ ভাগ। শনাক্তের হার কিছুটা বেড়েছে। এখন পর্যন্ত করোনা প্রমাণিতের সর্বমোট সংখ্যা ৫২৮১৪ জন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি