সিলেটে করোনায় ২ জনের মৃত্যু, শনাক্ত ৭১

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ১৩ জুন ২০২১, ৫:২৭ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট বিভাগে ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত আরও দুজনের মৃত্যু হয়েছে। মারা যাওয়া দুজনেই সিলেট জেলার বাসিন্দা। এ নিয়ে বিভাগে মহামারি করোনায় মারা গেছেন ৪৩২ জন।

বিষয়টি বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র নিশ্চিত করেছে।

জানা গেছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৭১ জন। এ নিয়ে বিভাগে মোট করোনা শনাক্ত হয়েছেন ২৩ হাজার ৬০৬ জন।

গত ২৪ ঘণ্টায় বিভাগে শনাক্ত হওয়া ৭১ জনের মধ্যে সিলেট জেলার ৫১, সুনামগঞ্জের ১, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ১৪ জন।

এ পর্যন্ত বিভাগের মধ্যে সিলেট জেলায় ১৫ হাজার ৫৬৭, সুনামগঞ্জের ২ হাজার ৮৫৭, হবিগঞ্জের ২ হাজার ৫৪৬ ও মৌলভীবাজারের ২ হাজার ৬৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে।

এদিকে, গত ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে করোনা থেকে সুস্থ হয়েছেন ৮০ জন। এর মধ্যে সিলেট জেলার ৫৬, সুনামগঞ্জের ১৪ ও মৌলভীবাজারের ১০ জন।

অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন ২৫৩ জন। এর মধ্যে সিলেট জেলার ২২৬, সুনামগঞ্জের ১ জন, হবিগঞ্জের ৫ ও মৌলভীবাজারের ২১ জন।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি