সিলেটে করোনায় কেড়ে নিলো আরো ১০ প্রাণ, নতুন শনাক্ত ২৩০

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ২৫ আগস্ট ২০২১, ১:৪৬ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট বিভাগে গত ২৪ ঘন্টায় সিলেট করোনাক্রান্ত আরও ১০ মৃত্যুবরণ করেছেন। এদের মধ্যে সিলেট জেলাতেই রয়েছেন ৮ জন।

বাকি দু’জনের মধ্যে সুনামগঞ্জের ১ জন এবং অন্যজন সিলেট এমএজি ওসমানী মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন।

এদিকে নতুন আরও ২৩০ জনের নমুনাতে করোনার জীবাণু ধরা পড়েছে।

বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, মৃতদের মধ্যে সিলেট জেলায় ৮ জন, ওসমানী মেডিকেল ও সুনামগঞ্জে ১ জন করে রয়েছেন।

এদের নিয়ে বিভাগজুড়ে সর্বমোট মৃত্যুসংখ্যা এখন ১০১৫ জন।

নতুন যারা করোনাক্রান্ত শনাক্ত হয়েছেন তাদের মধ্যে সিলেট জেলায় ১১১, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ২৪ ও ওসমানী মেডিকেলে ২৮ জন। বিভাগে মোট করোনাক্রান্ত সংখ্যা ৫১৮৫৫।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি