সব
সিলেটে করোনাভাইরাসের আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও তিনজনের মৃত্যু হয়েছে। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা।
এ নিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৯৭ জন। এরমধ্যে সিলেট জেলার ৩১৯ জন, সুনামগঞ্জে ৩০ জন, হবিগঞ্জে ১৮ জন এবং মৌলভীবাজারের ৩০ জন।
একই সময়ে সিলেট বিভাগে আরও ৬০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। নতুন শনাক্তদের মধ্যে সিলেট জেলার ৪৯ জন, সুনামগঞ্জে ৩, হবিগঞ্জে ১, মৌলভীবাজারের ১ জন এবং সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি ৬ জনের করোনা শনাক্ত হয়।
সব মিলিয়ে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২ হাজার ৩১৯ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৪ হাজার ৫৯২ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭৯৫, হবিগঞ্জে ২ হাজার ৪৮৬ এবং মৌলভীবাজারে ২ হাজার ৪৪৬ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে থেকে ৪৮ জন সুস্থ হয়েছে। তাঁরা সবাই সিলেট জেলার বাসিন্দা। এদিকে সব মিলিয়ে সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২১ হাজার ৩৩ জন। এরমধ্যে সিলেট জেলার ১৩ হাজার ৯৪৯ জন, সুনামগঞ্জে ২ হাজার ৭২৪ জন, হবিগঞ্জে ২ হাজার ৪৫ জন এবং মৌলভীবাজারের ২ হাজার ৩১৫ জন সুস্থ হয়েছেন।
বৃহস্পতিবার (২৭ মে) সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য)’র কার্যালয়ের কোভিড-১৯ কোয়ারেন্টিন ও আইসোলেশনের দৈনিক প্রতিবেদন এ তথ্য নিশ্চিত করেছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি