সিলেটে করোনায় আবারও ৮ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ৬:৩৪ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মহামারি করোনাভাইরাসে এক সপ্তাহ পর ফের মৃত্যু দেখেছে সিলেট। সর্বশেষ  ২৪ ঘন্টার মধ্যে মারা গেছেন একজন। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছেন ৮ জন।

স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে আজ বুধবার এসব তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর জানায়, মঙ্গলবার সকাল ৮টা থেকে আজ বুধবার সকাল ৮টার মধ্যে সিলেট বিভাগে করোনাক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছেন। তিনি সিলেট জেলার বাসিন্দা। তাকে নিয়ে মৃতের সংখ্যা এখন ১১৭৬ জন।

এর মধ্যে ওসমানীতে ১১৮ জনসহ সিলেট জেলায় মৃতের সংখ্যা ৯৮৩ জন। মৃতদের মধ্যে সুনামগঞ্জের ৭৩ জন, মৌলভীবাজারের ৭২ জন ও হবিগঞ্জের ৪৮ জন রয়েছেন।

সর্বশেষ ২৫ থেকে ২৬ অক্টোবর সকাল ৮টা অবধি চব্বিশ ঘন্টার মধ্যে একজনের মৃত্যু হয়েছিল সিলেটে।

এদিকে, সর্বশেষ চব্বিশ ঘন্টায় সিলেট বিভাগে ৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ৭ জন সিলেটের, অপরজন মৌলভীবাজারের। পূর্বের চব্বিশ ঘন্টায় রোগী ছিল ২ জন।

সবমিলিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৫৪ হাজার ৮৯১ জন। এর মধ্যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৪৮৫১ জনসহ সিলেট জেলায় শনাক্তের সংখ্যা ৩৩ হাজার ৮২৮ জন। সুনামগঞ্জের ৬২৪৫ জন, মৌলভীবাজারের ৮১৬৭ জন ও হবিগঞ্জের ৬৬৫১ জন রয়েছেন শনাক্তের তালিকায়।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, সর্বশেষ চব্বিশ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ৫ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৯ হাজার ৬৫ জন।

তিনি আরও জানান, সিলেট বিভাগের চার জেলা মিলিয়ে বর্তমানে ১০ জন করোনা রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।

 

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি