সব
সিলেটে যথাযথ মর্যাদায় ঐতিহাসিক মুজিবনগর দিবস পালন করা হয়েছে। এ উপলক্ষে সিলেটের প্রশাসন ও ক্ষমতাসীন দলের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি অর্পন ও আলোচনা সভার আয়োজন করা হয়।
রোববার (১৭ এপ্রিল) সকাল ১১ টায় সিলেট জেলা পরিষদের হল রুমে আলোচনা সভায় জেলা প্রশাসক মো. মজিবর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সিলেট বিভাগীয় কমিশনার ড. মোশারফ হোসেন।
সিলেট জেলা প্রশাসনের সিনিয়র সহকারি কমিশনার ফারজানা আক্তার মিতা ও সহাকারি কমিশনার সাদিয়া বিনতে সোলয়মানের যৌথ পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিলেটের রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ, জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহফুজ আফজাল, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার সুব্রুত চক্রবর্তী জুয়েল, মহানগর মুক্তিযোদ্ধা কমান্ডের কমান্ডার ভবোতোষ রায় বর্মন প্রমুখ।
এছাড়াও বক্তব্য রাখেন, সিলেট জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকতা সন্দিপ কুমার সিংহ, স্থানীয় সরকার সিলেটের উপ-পরিচালক মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ মোবারক হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট ইমরুল হাসান, কোতোয়ালী থানার সহাকারী পুলিশ কমিশনার (এসি) সামছুদ্দিন সালেহ আহমদ চৌধুরী, রেঞ্জ ডিআইজি কার্যালয়ের সহকারী পুলিশ সুপার বায়োজিদ, সিলেট মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালিক, সিলেট জেলা প্রেসক্লাবের কার্যনিবাহী সদস্য মিঠু দাস জয় প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি