সব
শেষ ২৪ ঘণ্টায় সিলেট বিভাগে নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ১০২ জন। এ সময় করোনা জয় করেছেন মাত্র ১৪ জন।
আর মৃত্যুবরণ করেছেন ১ জন। ফলে সিলেট বিভাগে এখন পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৩০৩৪ জন আর মোট আক্রান্তের সংখ্যা ৭ হাজার ৩ শত ৪৬ জন। সব মিলে সিলেটে মোট প্রাণহানি হয়েছে ১৩০ জনের।
শনিবার (২৫ জুলাই) সকালে সিলেট বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
নতুন করে আক্রান্তদের মধ্যে সিলেট জেলায় ৫৮ জন, সুনামগঞ্জে ৮ জন, হবিগঞ্জে ১৬ জন ও মৌলভীবাজারে ২০ জন। আর মৃত্যুবরণ করা নতুন একজন হলেন সিলেট জেলার বাসিন্দা।
এদিকে নতুন করে সুস্থ হওয়া ১৪ জনের মধ্যে সিলেট জেলায় ৪ জন ও মৌলভীবাজারে ১০ জন করোনা জয় করেছেন।
মোট আক্রান্ত ৭ হাজার ৩ শত ৪৬ জনের মধ্যে সিলেট জেলায় সর্বাধিক ৩ হাজার ৯ শত ৩৪ জন, সুনামগঞ্জ জেলায় এখন পর্যন্ত আক্রান্ত মোট ১৩৮৫ জন। আর হবিগঞ্জে মোট ১১০৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও মৌলভীবাজারে ৯১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।
অপরদিকে মোট সুস্থ ৩০৩৪ জনের মধ্যে সুনামগঞ্জ জেলায় সর্বাধিক ১০৪৩ জন, সিলেটে ৯৬৯ জন, হবিগঞ্জে ৫৪০ জন ও মৌলভীবাজারে এখন পর্যন্ত করোনা জয় করেছেন ৪৮২ জন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি