সিলেটে আরও ৯৫ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক;
  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০, ৫:১৫ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট বিভাগে নতুন করে আরও ৯৫ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শুক্রবার (৪ সেপ্টেম্বর) সিলেটের দুই ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।

সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের উপ পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শুক্রবার ওসমানীর ল্যাবে ২৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেটের ২৩ জন, সুনামগঞ্জের দুজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন।

অন্যদিকে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের প্রভাষক জি এম নুরুন্নবি আজাদ জুয়েল জানান, শুক্রবার শাবির ল্যাবে ২৮২ জনের নমুনা পরীক্ষা করে ৬৯ জনের করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সুনামগঞ্জের ১৯ জন, হবিগঞ্জের একজন, মৌলভীবাজারের ১৩ জন ও সিলেট জেলার ৩৬ জন রয়েছেন।

এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১১ হাজার ২৫০ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৯৬৮ জন, সুনামগঞ্জে ২ হাজার ১২৮, হবিগঞ্জে ১ হাজার ৬০১ এবং মৌলভীবাজারে ১ হাজার ৫৫৩ জন করোনায় আক্রান্ত হয়েছেন।

আর শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল পর্যন্ত সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন ১৯১ জন। এরমধ্যে সিলেট জেলার ১৩৯ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারের ২০ জন।

অন্যদিকে শুক্রবার পর্যন্ত সিলেট বিভাগে সুস্থ রোগীর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ হাজার ২৩৩ জন। এরমধ্যে সিলেট জেলার ৪ হাজার ২৪৪ জন, সুনামগঞ্জে ১ হাজার ৭৬৮ জন, হবিগঞ্জে ১০৪৯ জন এবং মৌলভীবাজারের ১১৭২ জন সুস্থ হয়েছেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি