সব
সিলেট বিভাগে শনিবার (২৯ আগস্ট) নতুন করে আরও ৫২ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। সিলেটের দুই ল্যাবে ২৯৪ জনের নমুনা পরীক্ষায় তাদের করোনা শনাক্ত হয়।
সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ ও হাসপাতালের উপ-পরিচালক ডা. হিমাংশু লাল রায় জানান, শনিবার ওসমানীর ল্যাবে ১৮৮ জনের নমুনা পরীক্ষায় ২৬ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তদের মধ্যে সিলেট জেলার ২২ জন, মৌলভীবাজারের তিনজন এবং হবিগঞ্জের একজন রয়েছেন।
অন্যদিকে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজি বিভাগের সহকারী অধ্যাপক হাম্মাদুল হক জানান, শাবির ল্যাবে শনিবার ১০৬ জনের নমুনা পরীক্ষা করে ২৬ জনের রিপোর্ট পজিটিভ আসে। এরমধ্যে সিলেট জেলায় ৮ জন, সুনামগঞ্জ জেলায় ৯ জন, মৌলভীবাজার জেলায় ৮ জন ও হবিগঞ্জ জেলায় একজন রয়েছেন।
এ নিয়ে সিলেট বিভাগে করোনাভাইরাসে আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে দাঁড়ালো ১০ হাজার ৬৯৫ জন। এরমধ্যে সিলেট জেলায় ৫ হাজার ৬৪৬, সুনামগঞ্জে ২ হাজার ৩১, হবিগঞ্জে ১ হাজার ৫৪০ এবং মৌলভীবাজারে ১ হাজার ৪৮০ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আর শনিবার (২৯ আগস্ট) সকাল ৮ টা পর্যন্ত সিলেট বিভাগে ৭ হাজার ৬০২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এরমধ্যে সিলেট জেলায় ৪ হাজার ২৮, সুনামগঞ্জে ১ হাজার ৬০০, হবিগঞ্জে ১০০০, মৌলভীবাজারে ৯৭৪ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।
অন্যদিকে সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন ১৮৭ জন। এরমধ্যে সিলেট জেলায় ১৩৫ জন, সুনামগঞ্জে ২০ জন, হবিগঞ্জে ১২ জন এবং মৌলভীবাজারে ২০ জন করোনায় আক্রান্ত হয়ে মারা গেলেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি