সিলেটে আন্তর্জাতিক প্রীতি ফুটবল ম্যাচে মুখোমুখি বাংলাদেশ ও সেশেলস

স্পোর্টস রিপোর্ট;
  • প্রকাশিত: ২৪ মার্চ ২০২৩, ৬:৫৭ অপরাহ্ণ | আপডেট: ২ মাস আগে

সিলেট জেলা স্টেডিয়ামে আগামীকাল শনিবার বিকাল ৪টায় বাংলাদেশ বনাম সিশেলস দলের মধ্যকার ফিফা আন্তর্জাতিক ফুটবল সিরিজের প্রথম ম্যাচ অনুষ্টিত হবে এবং আগামী মঙ্গলবার ২৮মার্চ একই সময়ে অনুষ্টিত হবে দ্বিতীয় ম্যাচ।

শুক্রবার সকালে সিলেট জেলা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সিশেলস দলের কোচ নেভিল আর অধিনায়ক স্টেনিও বলেন,বাংলাদেশ নিজের মাঠে শক্ত প্রতিপক্ষ। তাদের সাথে জয়টা সহজ হবে না। তবে আমাদের টিমের বেশির ভাগ খেলোয়াড় বয়সে তরুন। তাদের যথেষ্ট সামর্থ্য রয়েছে ভালো কিছু করার এবং আমরা আশাবাদী ভালো একটা খেলা উপহার দিতে পারবো।

দুদলের কোচ-অধিনায়কের অফিসিয়াল ফটোসেশন করার পর সংবাদ সম্মেলনে কথা বলেন বাংলাদেশ দলের কোচ- অধিনায়ক। অধিনায়ক জামাল ভুইয়া বলেন, এক সপ্তাহের বেশি সময় ধরে সিলেট আছি। টিমের সবাই এক আছে। এক বছর পর হোম ভেন্যুতে খেলছি আমরা । তাছাড়া সেশেলস টিমের খেলা আমরা ভিডিওতে দেখছি। তাদের খেলার কৌশলগুলো আমরা পর্যালোচনা করেছি। আশা করছি দুটি ম্যাচেই জয় নিয়ে ফিরতে পারবো।

বাংলাদেশের স্প্যানিশ কোচ হাভিয়ের কাবরেরা বলেন, ছেলেরা প্রস্তুতির পুরোটা সময় খুব খুশি এবং ইতিবাচক। তারা সবসময় তাদের সেরাটা দিয়েছে এবং তাদের সঙ্গে কাজ করাটা আমার জন্য দারুণ আনন্দের। এখন ঘরের মাঠে সবাই খেলার জন্য উন্মুখ হয়ে আছে। ছেলেদের নিয়ে আমি খুবই খুশি এবং ভীষণ ইতিবাচক।

বাংলাদেশ-সিসেলশ ম্যাচের টিকিটের মূল্য রাখা হয়েছে ৫০ টাকা। শুক্রবার থেকে রিকাবীবাজারস্থ সিলেট জেলা স্টেডিয়ামের কাউন্টারে টিকিট পাওয়া যাবে।

উল্লেখ্য, সিলেটে তিন জাতি টুর্নামেন্টের আয়োজনের সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। সেখানে স্বাগতিক বাংলাদেশের পাশাপাশি অংশগ্রহণ করার কথা ছিল সিশেলস ও ব্রুনাই ফুটবল দলের। তবে স্থানীয় লিগ চলার কারনে শেষ মুহূর্তে এসে না খেলার সিদ্ধান্ত নেন ব্রুনাই জাতীয় ফুটবল দল। ফলে সিশেলসকে নিয়েই ফিফার স্বীকৃত দুটি ম্যাচ খেলার সিদ্ধান্ত নিয়েছে বাফুফে। তাছাড়া খেলার তারিখ পূর্বনির্ধারিত হওয়ার কারণে রমজান মাসে খেলতে হচ্ছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি