সব
দেশে একের পর এক ধর্ষণকাণ্ডের বিরুদ্ধে ‘পথে নামো, আওয়াজ তোলো, অনাচার-অবিচার-নৃশংসতা রুখে দাঁড়াও’- এমন আহ্বানে বিক্ষোভের ডাক দেওয়া হয়েছে।
আগামীকাল বুধবার (৭ অক্টোবর) বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গণে ‘দুষ্কাল প্রতিরোধে আমরা’ ব্যানারে এই বিক্ষোভ কর্মসূচি পালন করা হবে।
এই কর্মসূচির আহ্বান জানিয়ে ফেসবুকে একটি ইভেন্ট খোলা হয়েছে। এতে বলা হয়- ‘পথে সবাইকে নামতে হবে। পথে নামুন। আমরা অশুভ সময় অতিক্রম করছি। প্রতিনিয়ত অন্যায়-অনাচার-অবিচার-নৃশংসতা আমাদের এই প্রিয় মাতৃভূমিকে গ্রাস করছে। আমরা দেখছি আর হতাশায় ক্লিষ্ট হচ্ছি। এ পরিস্থিতির জন্য আমরা সবাই অভিযুক্ত। ভবিষ্যৎ প্রজন্ম আমাদেরকে কাঠগড়ায় দাঁড় করাবে। আমরা এই দুষ্কাল উত্তরণে কিছুই করতে পারছি না। যা করছি, তা প্রসাধনী আন্দোলন। দুর্বৃত্তদের সীমাহীন ঔদ্ধত্তের বিরুদ্ধে প্রসাধনী আন্দোলন চলবে না। সম্মিলিতভাবে পথে একত্রে সবাইকে দাঁড়াতে হবে। আওয়াজ দিতে হবে- থামাও অন্যায়-অনাচার-অবিচার-নৃশংসতা।’
ইভেন্টে আরও বলা হয়েছে, ‘বুধবার বিকেল ৪টায় সিলেট কেন্দ্রীয় শহিদ মিনার চত্ত্বরে বেদনায় ক্লিষ্ট সকল নাগরিককে আমন্ত্রণ জানাচ্ছি। আসুন পথে নামার দিনে পথে নামি। ইতোমধ্যে রাজপথে প্রতিবাদ কর্মসূচি নিয়ে অবস্থানরত বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক ও নাগরিক সংগঠনেরনেতা-কর্মীদেরও পাশে চাইছি। ব্যানার নয়, বক্তব্য নয়, সম্মিলিত অংশগ্রহণে সুদিন ফিরিয়ে আনি।’
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি