সব
ব্লগার অনন্ত বিজয় দাশ হত্যা মামলায় দুজনের সাক্ষ্য নেয়া হয়েছে। বুধবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে সিলেট সন্ত্রাস বিরোধী ট্রাইব্যুনালের বিচারক নুরুল আমিনের আদালতে দুইজনের সাক্ষ্যগ্রহণ করেন। আলোচিত এই হত্যা মামলায় বুধবার সকালে আদালতে হাজির করা হয় আবুল খায়ের রশিদ আহমদকে এবং শফিউর রহমান ফারাবীকে।
বিষয়টি নিশ্চিত করেন অ্যাডভোকেট এমাদউল্লাহ শহীদুল ইসলাম চৌধুরী শাহিন। তিনি জানান,আদালতে জবানবন্দি রেকর্ডকারি ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক ও পূবালী ব্যাংকের কর্মকর্তা সিরাজুল হক চৌধুরী এই হত্যা মামলা সাক্ষ্য দিয়েছেন। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালতের বিচারক।
আদালত সূত্র জানায়, ব্লগার অনন্ত হত্যা মামলার আসামি মান্নান ইয়াহিয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ডকারি ম্যাজিস্ট্রেট আনোয়ারুল হক সাক্ষ্যপ্রদান করেন। সেই সাথে মামলার পূবালী ব্যাংকের কর্মকর্তা সিরাজুল হক চৌধুরী এই মামলার জব্দতালিকার সাক্ষী হিসেবে আদালতে সাক্ষ্যদেন। তারা দুজন মামলার ১৭ এবং ১৮তম সাক্ষী। চাঞ্চল্যকর এই মামলায় মোট ১৮জন সাক্ষীর সাক্ষ্য সম্পন্ন হয়েছে। মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণ আগামী ২৪ ফেব্রুয়ারি নির্ধারণ করেছেন আদালতের বিচারক।
আদালত সূত্র জানায়, সিআইডির আরমান আলী তদন্তকারী কর্মকর্তা তদন্তশেষে সম্পূরক অভিযোগপত্রে ২৯ জনকে সাক্ষী রেখে সন্ত্রাস বিরোধী আইনে ২০১৭ সালের ১৮ জানুয়ারি অভিযোগপত্র দাখিল করেন। আলোচিত এই হত্যা মামলার আসামি মান্নান ইয়াহিয়া, আবুল খয়ের রশিদ আহমদ, শফিউর রহমান ফারাবী, আবুল হোসেন, ফয়সল আহমদ, হারুন অর রশিদকে অভিযুক্ত করে বিচার শুরু হয়। এর মধ্যে মান্নান ইয়াহিয়া কারাগারে থাকাবস্থায় মৃত্যু হয়। বর্তমানে আবুল খয়ের রশিদ আহমদ ও শফিউর রহমান ফারাবী কারাগারে রয়েছেন। আসামি ৩ জনকে পলাতক রেখেই বিচার শুরু হয়।
উল্লেখ্য, ২০১৫ সালের ১২ মে ব্লগার অনন্ত বিজয় দাশকে প্রকাশ্যে নির্মমভাবে হত্যা করা হয়। সুবিদবাজার এলাকা থেকে কর্মস্থলে ব্যাংকে যাওয়ার পথে সকাল সাড়ে ৮টায় তাকে পরিকল্পিতভাবে খুন করা হয়।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি