সব
সিলেট নগরীর লালবাজার এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার দুপুর ১২ টা ১০ মিনিটের সময় কোতয়ালী থানা পুলিশ খবর পেলে তাৎক্ষণিক কোতয়ালী থানার সহ-সহাকারী কমিশনার সামছু উদ্দিন আহমদ চৌধুরী ও কোতয়ালী থানার ওসি এস এম আবু ফরহাদ তাৎক্ষণিক লাশ উদ্ধার করেন।
লাশ উদ্ধার করে পিবিআইকে জানালে তাৎক্ষণিক পিবিআই আসে আসার পর লাশ শনাক্ত করার লক্ষ্যে মৃত দেহের পিঙ্গার পিন্ট সহ আনুষাঙ্গিক কাজ করে।
এব্যাপারে কোতোয়ালী থানার এসি সামছু উদ্দিন আহমদ চৌধুরী বলেন, আমরা ঘটনার খবর পেয়ে লাশ উদ্ধার করি। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে এটা কে বা কারা খুন করে গলিতে ফেলে গেছে। প্রাথমিক ভাবে লাশের মৃত অবস্থান দেখে বুঝা যাচ্ছে দুই একদিন আগে ঘটনা সংগঠিত করা যাচ্ছে। প্রাথমিক ভাবে মোহাম্মদি হোটেলের ম্যানেজার সহ দুই একজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। লাশ ময়না তদন্তের জন্য এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।
পিবিআই সিলেট জেলার ইনেপেক্টর গোলাপ কিবরিয়ার নেতৃত্বে পুলিশ সদস্যরা উপস্থিত আছে। কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত আছে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি