সিলেটের ২ থানা পেলো ৩টি গাড়ি

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৩ নভেম্বর ২০২১, ১০:২৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) জালালাবাদ ও মোগলাবাজার থানার সেবার মানোন্নয়নের লক্ষ্যে ৩টি পিকআপ গাড়ি প্রদান করা হয়েছে।

বুধবার বেলা সাড়ে ১২টায় এসএমপি সদরদপ্তরে জালালাবাদ থানা পুলিশকে ২টি এবং মোগলাবাজার থানা পুলিশকে ১টি পিকআপ গাড়ির চাবি হস্তান্তর করেন এসএমপি কমিশনার মো. নিশারুল আরিফ।

এ সময় জালালাবাদ থানার পক্ষে গাড়ির চাবি গ্রহণ করেন এসএমপি’র উত্তর বিভাগের উপ কমিশনার (ডিসি) আজবাহার আলী শেখ এবং মোগলাবাজার থানার পক্ষে গাড়ির চাবি গ্রহণ করেন দক্ষিণ বিভাগের উপ কমিশনার (ডিসি) মো. সুহেল রেজা।

এ সময় উপস্থিত ছিলেন, কোতোয়ালি থানার সহকারী কমিশনার শামসুদ্দিন সালেহ আহমদ চৌধুরী, জালালাবাদ থানার সহকারী কমিশনার সাহিদুর রহমান, মোগলাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামসুদ্দোহা, ওসিএমটি এসআই মো. আশিকুর রহমান দেওয়ান প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি