সিলেটের সীমান্তবর্তী এলাকায় বিজিবির ত্রাণ বিতরণ

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ২৬ জুলাই ২০২০, ৮:২৫ পূর্বাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক অবৈধ সীমান্ত পারাপার এবং সীমান্ত হত্যা বন্ধে সিলেট জেলার সীমান্তবর্তী কোম্পানীগঞ্জ উপজেলাধীন কালাইরাগ বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় অসহায়, গরীব, হতদরিদ্র ১৫০টি পরিবারকে খাদ্য সহায়তা দিয়েছে বিজিবি।

রোববার (২৬ জুলাই) সকাল থেকে অসহায় পরিবারকে এসব খাদ্য সহায়তা প্রদান করা হয়।

এ ব্যাপারে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্ণেল আহমেদ ইউসুফ জামিল বলেন, বৈশ্বিক করোনা পরিস্থিতিতে অর্থনৈতিক কর্মকাণ্ড হ্রাস পাওয়ায় সীমান্ত এলাকার জনসাধারণ এখন কর্মহীন ও অসহায় হয়ে পড়েছে। তাদের উপার্জন কমে যাওয়ায় অবৈধভাবে এবং অসৎ উদ্দেশ্যে সীমান্ত পার হয়ে ভারতের অভ্যন্তরে গমনাগমনের মাত্রা বৃদ্ধি পেয়েছে। ফলশ্রুতিতে সীমান্তে অনাকাঙ্ক্ষিত ঘটনাও বৃদ্ধি পেয়েছে। এ সকল অবৈধ সীমান্ত পারাপার এবং সীমান্ত হত্যা বন্ধে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) কর্তৃক ব্যাটালিয়নের অধীনস্থ বিওপির দায়িত্বপূর্ণ এলাকার দুস্থ পরিবারের মাঝে খাদ্য সামগ্রী প্রদান করা হয়।

তিনি আরও বলেন, এই ত্রাণ বিতরণ সীমান্তের অন্যান্য ঝুঁকিপূর্ণ উপজেলাসমূহ যেখানে সীমান্ত অবৈধভাবে পারাপার হয়ে থাকে বিশেষ করে কোম্পানীগঞ্জ এবং গোয়ইনঘাট এলাকায় প্রদান করা হবে। সামাজিক দূরত্ব বজায় রেখে প্রত্যেক পরিবারকে ৩ কেজি চাল, ৩ কেজি আটা, দেড় কেজি ডাল, বিতরণ করা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি