সব
সিলেট জেলার শ্রেষ্ঠ ওসি হয়েছেন জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোশাররফ হোসেন।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সিলেট পুলিশ লাইন্সে মাসিক কল্যাণ সভায় তাঁর হাতে ক্রেস্ট তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম। এ সময় পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।
ওসি মো. মোশাররফ হোসেন বলেন ডাকাত গ্রেফতার, মাদক কারবারি ও ওয়ারেন্টভূক্ত আসামীদের গ্রেফতার সহ অপরাধ দমনে ভূমিকা রাখায় শ্রেষ্ঠ ওসি হিসেবে পুরস্কার প্রদান করা হয়েছে। জেলা পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম এর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন এই পুরস্কার থানার সকল ফোর্সদের উৎসর্গ করলাম। আগামীতে আরো স্বীকৃতি পেতে জকিগঞ্জবাসীর সহযোগিতা কামনা করেন তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি