সব
সিলেটকে মাদকমুক্ত করতে সবার সহযোগীতার পাশাপাশি মাদক ব্যবসায়ীদের তথ্য চাইলেন পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন। শুক্রবার (১৭ জুলাই) ফেসবুকের মাধ্যমে তিনি এ আহ্বান জানিয়ে বলেন, বাংলাদেশ পুলিশের মান্যবর আইজিপি ড. বেনজীর আহমদ বিপিএম (বার) স্যারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে বাংলাদেশ পুলিশের সকল ইউনিটের ন্যায় সিলেট জেলা পুলিশও বদ্ধপরিকর।
এরই ধারাবাহিকতায় সিলেট জেলাকে মাদক মুক্ত করতে পুলিশের পক্ষ থেকে ইতোমধ্যে বিভিন্ন কর্ম পরিকল্পনা নেয়া হয়েছে। সেই সাথে মাদকের বিরুদ্ধে কাজ করার জন্য জেলা পুলিশের সকল থানা এবং অন্যান্য ইউনিটকে নির্দেশনা দেয়া হয়েছে। সেই সাথে করোনা পরিস্থিতি মোকাবিলার পাশাপাশি মাদকের বিরুদ্ধেও অভিযান অব্যাহত রেখেছে জেলা পুলিশ।
সিলেট জেলার সুধীজনের প্রতি অনুরোধ তিনি বলেন, দেশের বৃহৎ স্বার্থে এবং সম্ভাবনায় তরুন প্রজন্মকে বাঁচাতে প্রত্যেক এলাকার মাদক ব্যবসার সাথে যুক্ত ব্যক্তি, তাদের আশ্রয় দাতাসহ মাদক সেবীদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য দিয়ে জেলা পুলিশকে সহযোগীতা করার আহ্বান জানান। যারা তথ্য দিয়ে সহযোগীতা করবেন তাদের ব্যাপারে শতভাগ গোপনীয়তা রক্ষা করা হবে। আপনাদের সকলের আন্তরিক সহযোগীতায় পূন্যভূমি সিলেট জেলাকে অচিরেই মাদক মুক্ত করব, ইনশাআল্লাহ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি