সব
সিলেট মেট্রোপলিটন পুলিশের এয়ারপোর্ট থানা হাজীপাড়া থেকে পরিত্যক্ত অবস্থায় একটি ১২ বোরের রিভলবার উদ্ধার করা হয়েছে। সেটির গ্রিফ ও ব্যারেল কালো টেপ দ্বারা প্যাঁচানো এবং ঈগল পাখির ছবি খোদাই করা।
বুধবার দিবাগত রাতে গোপন সংবাদের ভিত্তিতে এয়ারপোর্ট থানা পুলিশ রিভলবারটি উদ্ধার করে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের উপ পুলিশ কমিশনার (গণমাধ্যম) বিএম আশরাফ উল্যাহ তাহের। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেয়া হয়েছে বলেও তিনি জানান।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি