সিলেটের আইনজীবীদের সাথে পররাষ্ট্রমন্ত্রীর ভার্চুয়াল মতবিনিময়

সিলেট ডায়রি ডেস্ক;
  • প্রকাশিত: ১৭ আগস্ট ২০২০, ১২:১৯ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সিলেটের আইনজীবীদের সাথে ভার্চুয়াল মতবিনিময় করেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি। সোমবার (১৭ আগস্ট) বিকেলে সিলেট জেলা আইনজীবী সমিতির নেতৃবৃন্দের সাথে এই ভার্চুয়াল মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এডভোকেট মোঃ ফজলুল হক সেলিম এর সঞ্চলনায় মতবিনিময়ের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন সমিতির সভাপতি এডভোকেট এ.টি.এম. ফয়েজ উদ্দিন। কোভিড-১৯ পরিস্থিতির কারণে আইনজীবীরা দুঃসময় অতিবাহিত করছেন উল্লেখ করে স্বাগত বক্তব্যে তিনি বলেন শুধুমাত্র পেশাগত উপার্জনের উপর আইনজীবীরা নির্ভরশীল।

দীর্ঘ প্রায় ৬ মাস আদালত প্রাঙ্গন স্থবীর থাকায় আইনজীবীদের অনেকেই চরম অর্থকষ্টে রয়েছেন। বিষয়টি বিবেচনায় নিয়ে আইনজীবীদের জন্য সরকারের বিশেষ অনুদানের দাবি করেন। এছাড়াও সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্যদের বসার স্থান সংকুলানের জন্য একটি ১০তলা বিশিষ্ট ভবন নির্মাণের জোর দাবি করেন।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ. কে. আব্দুল মোমেন এমপি শোকের মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবার পরিজনের আত্মার মাগফিরাত কামনা করে ভার্চুয়াল মতবিনিময় সভায় বলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির ১০তলা বিশিষ্ট নতুন ভবন নির্মাণের প্রস্তাবটি কোন পর্যায় রয়েছে সেই দিকে আমি খেয়াল রাখব। আইনজীবীদের অর্থ সহায়তার বিষয়টি মাননীয় প্রধানমন্ত্রী ও আইনমন্ত্রীর দৃষ্টিগোচর করব। সেই সাথে তিনি সিলেটের উন্নয়নের বিভিন্ন বিষয় তুলে ধরেন।

ভার্চুয়াল মতবিনিময় সভায় বক্তব্য রাখেন, বাংলাদেশ বার কাউন্সিলের ‘ডি’ অঞ্চলের সদস্য এডভোকেট এ.এফ.এম. রুহুল আনাম চৌধুরী মিন্টু, সিলেটের পাবলিক প্রসিকিউটর মোঃ নিজাম উদ্দিন, সরকারি কৌশুলী এডভোকেট মোঃ রাজ উদ্দিন, মহানগর দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর এডভোকেট নওশাদ আহমদ চৌধুরী, মহানগর দায়রা জজ আদালতের অতিঃ পাবলিক প্রসিকিউটর এডভোকেট মোঃ ময়নুল ইসলাম, জেলা বারের সাবেক সভাপতি এডভোকেট এ.কে.এম. শমিউল আলম, সাবেক সাধারণ সম্পাদক হোসেন আহমদ, সিনিয়র এডভোকেট মাহফুজুর রহমান, সমিতির যুগ্ম সম্পাদক-১ এডভোকেট মোঃ হুমায়ুন রশীদ সুয়েব, যুগ্ম সম্পাদক-২ এডভোকেট মাসুদুর রহমান খান (মুননা), এডভোকেট জয়জিত আচার্য্য, এডভোকেট আব্দুর রহমান আফজল, এডভোকেট ইয়াসিন খান, এডভোকেট তারান্নুম চৌধুরী প্রমুখ।

এছাড়াও ভার্চুয়াল মতবিনিময় সভায় যুক্ত ছিলেন সমিতির সহ-সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান ও মোঃ রেদওয়ানুল ইসলাম, এডভোকেট সৈয়দ কাওছার আহমদ, এডভোকেট মোহাম্মদ ইউসুফ খান, এডভোকেট মোঃ খালেদ হোসেন চৌধুরী, এডভোকেট আব্দুল হাফিজ, এডভোকেট হুসাইনুর রহমান লায়েছ, এডভোকেট মোঃ মির্জা হোসেন, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, এডভোকেট সাফাক আহমদ চৌধুরী, এডভোকেট গোলাম রব্বানী তালুকদার, এডভোকেট দিদার আহমদ, এডভোকেট আবুল হোসেন, এডভোকেট মোঃ তাজ উদ্দিন, এডভোকেট জাহিদ সারওয়ার সবুজ, এডভোকেট আব্দুল মতিন প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি