সব
গোলাপগঞ্জে নোহা গাড়ির সিলিন্ডার বিস্ফোরণে এক শিশুসহ গাড়ির তিন যাত্রী নিহত হয়েছেন।।
বুধবার (৩০ ডিসেম্বর) ভোর ৫ টার দিকে উপজেলার ফুলবাড়ি ইউনিয়নের সিলেট-জকিগঞ্জ সড়কের মোল্লাগ্রামস্থে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
পুলিশ জানা, বুধবার ভোরে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা সিমেন্ট বুঝাই একটি ট্রাক (ঢাকা মেট্রো ট- ২২৫২৪৭) কে নোহা গাড়ি পিছন দিক থেকে ধাক্কা দিলে সাথে সাথে সিলিন্ডার বিস্ফোরণ হয়। এতে গাড়ির তিন জন যাত্রী মারা যান।
নোহা গাড়ি তিন জনের মধ্যে দুই জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- বিয়ানীবাজারের চারখাই এলাকার হাজী আব্দুল জলিলের ছেলে সুনাম মিয়া (২৪) ও একই এলাকার মৃত কুনু মিয়ার ছেলে রাজন (২২)। বাকি একজনের পরিচয় জানা যায় নি।
স্থানীয়রা জানান, সিলিন্ডার বিস্ফোরণের সময় পাশের সুজা মিয়ার কলনিতে বসবাসরত হাছান (৮) নামে এক শিশু মারা যায়। গাড়ির একটি টুকরো প্রায় ১০০ গজ দূরে উড়ে গিয়ে বাসার পাশে দাঁড়িয়ে থাকা শিশুটির উড়ুতে ঢুকে যায়। হাসপাতালে নেওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।
শিশুটি ফুলবাড়ি ইউনিয়নের রফিপুর গ্রামের পিকআপ চালক মঞ্জ মিয়ার ছেলে।
গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী বিষয়টি নিশ্চিত করেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি