সব
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গোলাপগঞ্জ- বিয়ানীবাজার সহ দেশ-বিদেশের সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার বদরুল ইসলাম শোয়েব।
শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, জাতি এমন এক পরিস্থিতিতে ঈদুল আযহা পালন করতে যাচ্ছে যেখানে করোনা নামক বৈশ্বিক মহামারি মানবজীবনে ভিন্নভাবে পরিবর্তন নিয়ে এসেছে। স্বাস্থ্যবিধি মেনে ঈদের আনন্দ উপভোগ করতে হবে। নিজে বাঁচতে হবে অন্যকে বাঁচাতে হবে, সচেতনতার সহিত দায়িত্ব পালনে এগিয়ে আসতে হবে।
বিশেষ করে ঈদুল আযহা শান্তি, সহমর্মিতা, ত্যাগ ও ভ্রাতৃত্ববোধের শিক্ষা দেয়। আর সেই শিক্ষা নিয়ে ঈদুল আযহার মর্মবাণী অন্তরে ধারণ করে নিজ নিজ অবস্থান থেকে জনকল্যাণমুখী কাজে অংশ নিয়ে বৈষম্যহীন সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ণ বাংলাদেশ গড়ে তুলি। কোরবানি আমাদের মাঝে আত্মদান ও আত্বত্যাগের মানষিকতা সঞ্চারিত করে, আত্মীয়স্বজন পাড়া-প্রতিবেশির সংগে সুখ-দুঃখ ভাগাভাগি করে নেয়ার মনোভাব ও সহিষ্ণুতার শিক্ষা দেয়।
পবিত্র ঈদুল আযহার আনন্দ অমলিন থাকুক। সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক।
এছাড়াও দেশ বিদেশের সবাইকে নিজ দায়িত্বে স্বাস্থ্যবিধি মেনে চলার অনুরোধ করেছেন তিনি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি