সিকৃবিতে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ছাত্রলীগ নেতার ইফতার বিতরণ

প্রেস বিজ্ঞপ্তি;
  • প্রকাশিত: ১২ এপ্রিল ২০২২, ৮:৫৬ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে সুবিধাবঞ্চিত মানুষের মাঝে ইফতার বিতরণ করেছেন ছাত্রলীগ নেতা আরমান হোসেন।

মঙ্গলবার (১২ এপ্রিল) বিকাল ৫ টায় বিশ্ববিদ্যালয়ের বৈশাখী চত্বরে নিজ বলয়ের ছাত্রলীগ কর্মীদের নিয়ে বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়ের পক্ষে ইফতার বিতরণ করেন আরমান হোসেন।

এসময় শতাধিক সুবিধাবঞ্চিত শিশু ও পরিবারকে ইফতার সামগ্রী হাতে পেয়ে খুশি হতে দেখা যায়। আরমান হোসেন বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ আমাদের শেখায় সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়াতে। জননেত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের পথে এগিয়ে যাচ্ছে।

বাংলাদেশ ছাত্রলীগের সংগ্রামী সভাপতি আমার নেতা আল নাহিয়ান খান জয় ভাইয়ের পক্ষে আজকে আমরা ইফতার বিতরণের আয়োজন করেছি। সুবিধাবঞ্চিত মানুষের মুখে হাসি ফুটাতে পেরে আমরা আনন্দিত’।

ইফতার বিতরণের পর বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় সুবিধাবঞ্চিত শিশুদের সাথে ইফতার করেন তারা।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি