সব
মানবিক কার্যক্রমের অংশ হিসেবে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে বিপাকে পড়া মানুষের মাঝে উপহার হিসেবে খাদ্য সামগ্রী তুলে দিয়েছে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) স্বেচ্ছায় রক্ত দাতাদের সংগঠন ‘বাঁধন’।
শুক্রবার ( ১০ জুলাই) সকাল ১০টায় সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড গেইট এলাকায় অসহায় দরিদ্র ২১টি পরিবারকে উপহার সামগ্রী তুলে দেয় সংগঠনের সদস্যরা।
“বাঁধন” কেন্দ্রীয় পরিষদের সহযোগিতায় “বাঁধন সিকৃবি শাখার” পক্ষ থেকে প্রত্যেক পরিবারকে ১০ কেজি চাল, ৩ কেজি আলু, ২ কেজি ডাল, ১ লিটার তেল, ১কেজি লবণ, ১কেজি পিয়াজ ও ১টি সাবান উপহার হিসেবে দেয়া হয়।
এসময় উপস্থিত ছিলেন “বাঁধন” সিকৃবি শাখার উপদেষ্টা ইঞ্জিনিয়ার প্রফেসর ড. মুহাম্মদ রাশেদ আল মামুন ( ফার্ম পাওয়ার এন্ড মেশিনারী বিভাগ) , বাঁধন সিকৃবি শাখার সাবেক সাধারণ সম্পাদক কৃষিবিদ ডা মো: ইমরানুজ্জামান, বর্তমান কমিটির সদস্য মো: নাফিজ শহীদ ফাহিম। এসময় স্থানীয়দের মাঝে ‘ব্লাড ডোনেশন কমিউনিটি’র সদস্য জাহিদ আহম্মেদ জাদু, তৌফিক আহম্মেদ চৌধুরী এবং নাঈম আফজাল উপস্থিত ছিলেন।
খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ: রাশেদ আল মামুন বলেন- “বাঁধনের এরকম হিতৈষীকর কার্যক্রমের অংশ হতে পেরে আমি আনন্দিত। তাদের এরকম মানব সেবামূলক কাজ দেখে অন্যরাও অনুপ্রেরণা নিতে পারবে।
করোনা পরিস্থিতির কারনে ক্যাম্পাস বন্ধ থাকায় “বাঁধন, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মোঃ রেহেছানুজ্জামান চৌধুরী হৃদয় ও সাধারণ সম্পাদক প্রশান্ত দেবনাথ সহ কমিটির সকল সদস্য বাসায় অবস্থান করলেও প্রোগ্রামের ব্যাপারে তারা তৎপর ছিলেন। সভাপতি রেহেছানুজ্জামান চৌধুরী হৃদয় বলেন-” বর্তমানে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবজনিত লক-ডাউনে ক্ষতিগ্রস্থ শ্রমজীবী পরিবারের পাশে দাঁড়াতে পেরে আমরা খুবই আনন্দিত। “বাঁধন অসহায় মানুষের পাশে থেকে সর্বদা তাদের সেবা দিতে দৃঢ় সংকল্পবদ্ধ”। সাধারণ সম্পাদক বলেন-“যারা উপরিউক্ত খাদ্যদ্রব্য সামগ্রী বিতরণ’র কার্যক্রমে সময়, শ্রম ও অর্থ দিয়ে সহযোগিতা করেছেন তাদের সকলকে বিশেষভাবে কৃতজ্ঞতা জ্ঞাপন করছি এবং ভবিষ্যতে এরকম কার্যক্রম অব্যহত থাকবে বলে আশা প্রকাশ করেছি”।
এছাড়াও গত ২২মে সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের ৪ জন দরিদ্র- অসহায় ছাত্রের পরিবারকে ঈদ উপহার পাঠায় “বাঁধন সিকৃবির সদস্যরা।
উল্লেখ্য, “একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন” মানবিক এই স্লোগানের আদর্শে গড়া স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন “বাঁধন”। দেশের মানুষকে রক্তদানে উৎসাহিত করতে কাজ করছেন সারা দেশে ছড়িয়ে থাকা সংগঠনটির লক্ষাধিক কর্মী।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি