সব
সিলেট-সুনামগঞ্জ সড়কের বুকার ভাংঙ্গা নামক স্থানে মর্মান্তিক সড়ক দূর্ঘটনায় অর্থনীতি বিভাগের প্রভাষক সালামের মৃত্যু হয়েছে।
নিহত আব্দুস সালাম (৩০) ছাতক উপজেলার জাউয়া বাজার ইউনিয়নের উত্তর বড় কাপন গ্রামের আলাই মিয়ার পুত্র। সে জাউয়া বাজার ডিগ্রী কলেজের অর্থনীতি বিভাগের প্রভাষক।
রবিবার বেলা ১১টার দিকে মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে ফিলারের সাথে ধাক্কায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে।
দূর্ঘটনায় মারাত্মক আঘাত পাওয়ায় স্থানীয় লোকজন দ্রুত কৈতক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রভাষক সালামের ঘনিষ্ট আফজাল হোসেন শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে প্রভাষক সালামের পরিবারের স্বপ্ন ভঙ্গের কথা তুলে ধরেন।
এব্যাপারে জয়কলস হাইওয়ে পুলিশের ওসি সেলিম আহমদ বলেন, দূর্ঘটনাটি মোটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে যাওয়ায় হয়েছে। কোন ব্যক্তি কিংবা গাড়ীর সাথে ধাক্কা লাগায় হয়নি।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি