সাবেক চেয়ারম্যানের স্ত্রীকে মারধর করে পুকুরে নিক্ষেপ, গ্রেফতার ১

গোলাপগঞ্জ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৫ মে ২০২৩, ৭:৪০ অপরাহ্ণ | আপডেট: ৪ দিন আগে

গোলাপগঞ্জের বুধবারীবাজারে প্রতিপক্ষের লোকজন সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেনের স্ত্রী মিছবাহ বেগম (৬০ কে মারপিট কওে পুকুওে নিক্ষেপ করার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নির্যাতিতা বৃদ্ধা গোলাপগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেছেন।

এরপর পুলিশ অভিযান চালিয়ে একজনকে গ্রেফতার করেছে। ভুক্তভোগী বৃদ্ধা মিছবা বেগম বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বানিগাজি গ্রামের আনোয়ার হোসেনের স্ত্রী।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার বুধবারীবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন বাড়িতে না থাকায় তার প্রতিবেশীরা দীর্ঘদিন ধরে তাদের বাড়ির ফসল, গাছপালা জোরপূর্বক কেটে নিয়ে যায়। মঙ্গলবার বৃদ্ধা মিছবাহ বেগম বাড়িতে গিয়ে তাদের সীমানায় থাকা আম, কাঠাল, লিচু পাড়তে গেলে আসামীরা দেশীয় অস্ত্রসস্ত্র দিয়ে তার উপর হামলা করে। এরপর তাকে পার্শবর্তী একটি পুকুরে ফেলে দেয়।

খবর পেয়ে এলাকাবাসী তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। ভুক্তভোগী বৃদ্ধা মিছবাহ বেগম জানান, আমরা বাড়িতে না থাকার কারণে মুবজিল আলী গংরা প্রতিনিয়ত আমাদের জায়গা দখল করে ফসলাদি ভোগ করে আসছেন। এর আগেও আনোয়ার হোসেনের দোকানের মার্কেট দখল ও মালামাল নিয়ে গেলে তিনি প্রতিবাদ করায় তার উপর হামলা কওে এসব লোকজন। এ ঘটনায় এখনো মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

মঙ্গলবার বিকেলে আমাকেও প্রাণে মারার জন্য মুবজিল ও এমরান হামলা করেছিল। ঘটনার পর থানায় মামলা দায়েরের পর পুলিশ ১নং আসামী বুধবারীবাজার ইউনিয়নের বানিগাজি গ্রামের মৃত আকিল আলীর পুত্র মুবজিল আলী (৭০) কে গ্রেপ্তার করে। মামলার অপর আসামী হলো গ্রেপ্তারকৃত মুবজিল আলীর পুত্র এমরান আহম কে আসামী কওে থানায় মামলা দায়ের করেছি।

এ ব্যাপারে গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ রফিকুল ইসলাম জানান, এ ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। একজন আসামীকে গ্রেফতার করা হয়েছে।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি