সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যু বার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ৪ সেপ্টেম্বর ২০২০, ৬:৫৭ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

সাবেক অর্থ ও পরিকল্পনা মন্ত্রী সিলেটের কৃতী সন্তান, বিএনপির স্থায়ী কমিটির সাবেক সদস্য এম সাইফুর রহমানের ১১তম মৃত্যু বার্ষিক ৫ সেপ্টেম্বর শনিবার।

দিনটি উপলক্ষে তার নিজ গ্রাম মৌলভীবাজার এর বাহাদমর্দন গ‍্রামে কবর জিয়ারত, মিলাদ ও দোয়া মাহফিল সহ নানা কর্মসূচি গ্রহন করা হয়েছে।

শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আজ সকাল ৯টায় মৌলভীবাজারে সাইফুর রহমানের কবর জিয়ারতে যাবেন সিলেটের বিএনপিসহ এর অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। সিলেট সিটি করপোরেশনের মেয়র, মরহুম এম. সাইফুর রহমান স্মৃতি সংসদের আহ্বায়ক ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য আরিফুল হক চৌধুরী এ তথ্য নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, মৌলভীবাজার থেকে ঢাকা আসার পথে ২০০৯ সালের ৫ সেপ্টেম্বর দুপুরে ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের খড়িয়াখাল এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে মাইক্রোবাস খাদে পড়ে তিনি নিহত হন।

সাইফুর রহমান বাণিজ্যমন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও একাধিকবার অর্থমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন।

তার রাজনৈতিক জীবন শুরু হয় ১৯৭৬ সালে জিয়াউর রহমান সরকারের বাণিজ্য উপদেষ্টা হিসেবে।

তিনি ১৯৭৯ সালে মৌলভীবাজার-৩ আসন থেকে সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন। পরে ১৯৯৬ সালে ষষ্ঠ ও সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন এবং ২০০১ সালে অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ ও সিলেট-১ আসন থেকে নির্বাচিত হন।

অর্থমন্ত্রী হিসেবে সংসদে ১২ বার বাজেট উপস্থাপন করেন তিনি।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি