সব
সাবেক অর্থমন্ত্রী, সিলেটে-১ আসনের সাবেক সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী লীগের উপদেষ্টামন্ডলীর সদস্য আবুল মাল আবদুল মুহিতের রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ মে) দুপুরে সিলেট নগরীর হাফিজ কমপ্লেক্সে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
দোয়া মাহফিলে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাসহ আওয়ামী লীগ এবং অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দোয়া মাহফিলের পূর্বে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের পরিবারের পক্ষে বক্তব্য রাখেন তার সহোদর সিলেট-১ আসনের সংসদ সদস্য ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। সিলেট এবং দেশের জন্য তার বড় ভাই মুহিতের জীবনের নানা কাজের কথা তুলে ধরেন তিনি।
তিনি তার বক্তব্যে বলেন, আবুল মাল আবদুল মুহিত সফলতার সাথে তার দায়িত্ব পালন করে গেছেন, এটা নিয়ে কোন সন্দেহ নেই।
প্রয়াত মুহিত কাউকে কোনো কারণে কষ্ট দিয়ে থাকেন আল্লাহর ওয়াস্তে তাঁকে ক্ষমা করে দেয়ার অনুরোধ জানান পররাষ্ট্রমন্ত্রী।
এছাড়াও আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং সিটি মেয়র আরিফুল হক চৌধুরী সাবেক অর্থমন্ত্রী মুহিতকে নিয়ে আবেগঘন স্মৃতিচারণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহম্মেদ,সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, সাবেক সাংগঠনিক সম্পাদক মিছবাহ উদ্দীন সিরাজ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দীন আহমেদ, সাধরণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট সদর উপজেলা পরিষেদের চেয়ারম্যান আশফাক আহমেদ, আবুল মাল আবদুল মুহিতের ছোট ভাই এ এস আবদুল মুয়ীজ সুজন, পুত্র শাহেদ মুহিত, সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন সেলিম, সিলেট সিটি কর্পোরেশনের প্রধান প্রকৌশলী নূর আজিজুর রহমান প্রমুখ।
উল্লেখ্য, আবুল মাল আবদুল মুহিত শুক্রবার (২৯ এপ্রিল) দিবাগত রাত ১২টা ৫৬ মিনিটে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন। মৃত্যুকালে তাঁর বয়স হয় ৮৮ বছর। রবিবার (১ মে) বেলা পৌনে ৩টায় সিলেট নগরীর রায়নগরস্থ পারিবারিক গোরস্থানে দাফন করা হয় সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতকে।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি