সব
সাবেক অর্থমন্ত্রী, সিলেট-১ আসনের সাবেক সংসদ সদস্য, আওয়ামী লীগের উপদেষ্টা, ভাষাসৈনিক, বরেণ্য লেখক ও গবেষক আবুল মাল আবদুল মুহিতের কফিনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন সিলেট জেলা প্রেসক্লাব নেতৃবৃন্দ।
রোববার (১ মে) দুপুরে সিলেট কেন্দ্রীয় শহিদ মিনারে রাখা প্রয়াত আবুল মাল আবদুল মুহিতের কফিনে সিলেট জেলা প্রেসক্লাবের সভাপতি আল আজাদ ও সাধারণ সম্পাদক ছামির মাহমুদের নেতৃত্বে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।
এসময় সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি তাপস দাশ পুরকায়স্থ, জেলা প্রেসক্লাবের সহসাধারণ সম্পাদক সৈয়দ রাসেল, দপ্তর সম্পাদক এসএম রফিকুল ইসলাম সুজন, কার্যনির্বাহী সদস্য মিঠু দাস জয়, সদস্য রায়হান উদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
এরপর ক্লাব নেতৃবৃন্দ সিলেট সরকারি আলিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের জানাজার নামাজে অংশ নেন।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি