সাবরিনা-আরিফের বিরুদ্ধে ডিবির চার্জশিট

সিলেট ডায়রি ডেস্ক ;
  • প্রকাশিত: ৬ আগস্ট ২০২০, ৪:৪০ পূর্বাহ্ণ | আপডেট: ৫ বছর আগে

করোনাভাইরাস (কোভিড-১৯) টেস্ট নিয়ে রোগীদের সঙ্গে প্রতারণার মামলায় জেকেজি হেলথ কেয়ারের চেয়ারম্যান ডাক্তার সাবরিনা চৌধুরী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীর বিরুদ্ধে অভিযোগপত্র দিয়েছে মামলার তদন্ত সংস্থা ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ, ডিবি।

বুধবার (৫ আগস্ট) দুপুরে রাজধানীর চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে চার্জশিট ও মামলার আলামত জমা দেয়া হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী মোহাম্মদ আবদুল্লাহ আবু জানান, সাবরিনা ও আরিফসহ ৮ জনের বিরুদ্ধে মামলার চার্জশিট দিয়েছে ডিবি। অভিযোগ প্রমাণ হলে তাদের সর্বোচ্চ ৭ বছরের কারাদণ্ড হতে পারে। এ মামলায় অন্য আসামিরা হলেন৥আবু সাঈদ চৌধুরী, হুমায়ূন কবির হিমু, তানজিলা পাটোয়ারী, বিপ্লব দাস, শফিকুল ইসলাম রোমিও ও জেবুন্নেসা।

করোনা টেস্টের নামে প্রতারণার অভিযোগে ২৩ জুন সাবরিনার স্বামী আরিফ চৌধুরীসহ ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। ২৪ জুন আরিফ চৌধুরী ও সহযোগী সাঈদ চৌধুরীর দুদিনের রিমান্ড মঞ্জুর করেন ঢাকা মহানগর হাকিম আদালত। তাদের জিজ্ঞাসাবাদেও বেরিয়ে আসে গুরুত্বপূর্ণ তথ্য।

পরে সাবরিনাকে ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়। এ ঘটনায় তার সংশ্লিষ্টতা পাওয়ায় তাকেও গ্রেপ্তার দেখানো হয়। মুখোমুখি জিজ্ঞাসাবাদে তারা একে অপরকে দোষারোপ করেন।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি