সাঈদীর মৃত্যুতে শোক: অব্যাহতির পর দুই নেতাকে ফিরিয়ে নিল ছাত্রলীগ

জগন্নাথপুর প্রতিনিধি;
  • প্রকাশিত: ১২ সেপ্টেম্বর ২০২৩, ১২:০০ পূর্বাহ্ণ | আপডেট: ১ সপ্তাহ আগে

মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক জানিয়ে পোস্ট করায় সুনামগঞ্জের জগন্নাথপুরে পাঁচ ছাত্রলীগ নেতাকে অব্যাহতি দেওয়া হয়। এদের মধ্যে দুজনের অব্যাহতির আদেশ প্রত্যাহার করেছে উপজেলা ছাত্রলীগ।

রোববার (১০ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে জগন্নাথপুর উপজেলা ছাত্রলীগের কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুল মুকিত ও সাধারণ সম্পাদক তাহা আহমদের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

অব্যাহতির প্রত্যাহার আদেশ পাওয়া ছাত্রলীগ নেতারা হলেন উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক মোজাহিদ আহমদ ও মিরপুর ইউনিয়ন ছাত্রলীগের কর্মী ফাহিম হোসাইন।

মিরপুর ইউনিয়ন ছাএলীগ কর্মী ফাহিম হোসাইন বলেন, ‘আমি কোনো ছাত্রলীগের সদস্য হইনি। আমার ইউনিয়নে কমিটি নেই। ছাত্রলীগ হিসেবে কাজ করছি। তারপরও আমাকে অব্যাহতি দেওয়া হয়েছিল। আমি উপজেলা ছাত্রলীগ সভাপতি ও সাধারণ সম্পাদক বরাবর লিখিত আবেদন করি। এতে আমার অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়।’

উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুল মুকিত বলেন, ‘সংগঠনের শৃঙ্খলা ও নীতি আদর্শ পরিপন্থি কোনো কার্যকলাপের সঙ্গে পুনরায় আর জড়িত হবেন না শর্তে ওই দুই নেতা লিখিত আবেদন করেছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাদের অব্যাহতির আদেশ প্রত্যাহার করা হয়। ভবিষ্যতে কাউকে এমন ছাড় দেওয়া হবে না।’

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি