সব
রোটারি ক্লাব অব সিলেট প্রাইড এর পক্ষ থেকে বিশিষ্ট সাংবাদিক লিয়াকত শাহ ফরিদীকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। জাতীয় দৈনিক কালবেলায় যোগদান করায় শনিবার রাতে নগরের সোবহানি ঘাটের একটি অভিজাত হোটেলে এ সংবর্ধনা দেওয়া হয়।
এ সময় রোটারি ক্লাব অব সিলেট প্রাইড পরিচালিত জাস্ট হেল্প সিলেট প্রাইড রোটারি আই হসপিটালের উন্নয়নের জন্য এক লাখ টাকার চেক প্রদান করা হয় জাস্ট হেল্প ফাউন্ডেশনের চেয়ারম্যান রোটারিয়ান মো. মিজানুর রহ রহমানের পক্ষ থেকে।
এ সময় উপস্থিত ছিলেন ক্লাব প্রেসিডেন্ট রোটারিয়ান আব্দুল মালেক, রোটারিয়ান পিপি মো. ফেরদৌস আলম, রো. পিপি কাজী হুমায়ুন কবীর, ক্লাব সেক্রেটারি তোফায়েল আহমদ, রো. মোহাম্মদ বখত মজুমদার, রো. মিলন কান্তি দে, রো. ডা. আব্দুল ওয়াহিদ খান, প্রভাষক অহী আলম রেজা, সাংবাদিক শংকর দাস প্রমুখ।
পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি