সাংবাদিকদের সাথে মুনতাসির আলীর ইফতার মাহফিল

বিশ্বনাথ প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২২, ৯:৫১ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

সিলেটের বিশ্বনাথে প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়া কর্মরত সাংবাদিকেদের নিয়ে খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্ন-মহাসচিব মুহাম্মদ মুনতাসির আলীর উদ্যোগে মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে স্থানীয় একটি অভিজাত হোটেলে এ মতবিনিময় ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।

মতবিনিময়কালে মুনতাসির আলী বলেন, গণমাধ্যমকর্মি ও রাজনৈতিক কর্মিরা একে অপরের পরিপূরক। সাংবাদিকরা মানুষের অধিকার আদায়ে ও সুন্দর সমাজ বিনির্মাণে কাজ করেন। একইভাবে খেলাফত মজলিসও ন্যায় প্রতিষ্ঠায় ও মানুষের অধিকার আদায় এবং মানুষের কল্যাণে কাজ করে। আমরা মনে করি মানুষের মর্যাদায় যেন মানুষ বাচতে পারে।

মতবিনিময়কালে উপস্থিত ছিলেন, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি কাজী মাওলানা আব্দুল ওয়াদুদ, পৌর খেলাফত মজলিসের মুহাম্মদ সায়েফ আহমদ শায়েক, উপজেলা খেলাফতের সহ-সভাপতি মাওলানা মুফতি শিহাব উদ্দিন, মুহাম্মদ গৌছ উদ্দিন, পৌর শাখার সহ-সভাপতি মাওলানা উবায়দুল হক, উপজেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা হাবিবুর রহমান, পৌর শাখার সহ-সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা শরিফ উদ্দিন, উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়ান, প্রশিক্ষক সম্পাদক রফিক আহমদ রাজু, প্রচার সম্পাদক মাওলানা আনহার বিন সাঈদ, পৌর শাখার সাংগঠনিক সম্পাদক ফাহিম আহমদ রিপন, উপজেলা শাখার বায়তুল মাল সম্পাদক মাওলানা বুরহান উদ্দিন, দেওকলস ইউপি শাখার সভাপতি মুহাম্মদ রাসেল আহমদ শিকদার প্রমূখ।

এসময় সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, বিশ্বনাথ প্রেসক্লাবের সভাপতি জাহাঙ্গীর আলম খায়ের, সহ-সভাপতি কামাল মুন্না, সাবেক সহ-সভাপতি আশিক আলী, সাধারণ সম্পাদক নবীন সোহেল, কোষাধ্যক্ষ আক্তার আহমদ শাহেদ, দপ্তর সম্পাদক আব্দুস সালাম, নির্বাহী সদস্য রোহেল উদ্দিন, বদরুল ইসলাম মহসিন, সাংবাদিক তজম্মূল আলী রাজু, প্রনঞ্জয় বৈদ্য অপু, আব্বাস হোসেন ইমরান, নুরউদ্দিন, নুরুল ইসলাম, আবুল কাশেম, আলী আহমদ হিরণ প্রমূখ।

 

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি