সহযোদ্ধাদের চেষ্টার পরও ভাঙলো না অনশন

শাবি প্রতিনিধি;
  • প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২২, ৭:৫৯ অপরাহ্ণ | আপডেট: ৩ বছর আগে

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীদের অনুরোধে আন্দোলনে অনশনরত শিক্ষার্থীরা তাদের অনশন ভাঙছেন। দীর্ঘ প্রায় ১২৪ ঘণ্টা পর তাদের এ অনশন ভাঙতে অনুরোধ জানান বাকী আন্দোলনকারীরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত (পৌণে ৭টা) অনশন ভাঙেননি অনশনরত শিক্ষার্থীরা। এই অনশন ভাঙার অনুরোধ জানাতে আসার আগে শাবিপ্রবির গোল চত্বরে একটি শপথ বাক্য পাঠ করেন আন্দোলনরত বাকী শিক্ষার্থীরা। আরও শক্তভাবে আন্দোলন চালিয়ে যাবার শপথ নেন তারা।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় গোল চত্ত্বরে শপথ গ্রহণের পর প্রতিবাদ মিছিলসহ অনশনকারীদের কাছে যায় বাকী আন্দোলনকারী শিক্ষার্থীরা।

সন্ধ্যায় গোলচত্ত্বরে শপথ গ্রহণ শেষে আন্দোলনে সংহতি জানিয়ে সাবেক শিক্ষার্থীদের কয়েকজনকে পুলিশি জিজ্ঞাসাবাদের প্রতিবাদে মিছিল করেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এরআগে, মঙ্গলবার দুপুরে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাসসহ বেশ কয়েকজন শিক্ষকের একটি প্রতিনিধি দল শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের সঙ্গে দেখা করতে আসলে প্রথমে শিক্ষার্থীরা তাদের আটকে দেন। পুলিশের মাধ্যমে খাবার পৌঁছানো হয়।

এর আগে সোমবার (২৪ জানুয়ারি) সন্ধ্যায় প্রক্টোরিয়াল বডির সদস্যরা উপাচার্যের সঙ্গে দেখা করতে গেলে শিক্ষার্থীরা ভেতরে যেতে দেননি। এমনকি খাবার পৌঁছে দেওয়ার কথা বললে শিক্ষার্থীরা উপাচার্যের খাবার নিজে পৌঁছে দেবেন বলেও জানান। তবে প্রক্টরিয়াল বডির সদস্যরা খাবারগুলো শিক্ষার্থীদের হাতে দেননি। এ সময় শিক্ষার্থীরা খাবারের ব্যাগ খোলে ভেতরে থাকা জিনিষ যাচাই করেন।

জানা গেছে, মঙ্গলবার (২৫ জানুয়ারি) খাবার নিয়ে এসে ফেরার সময় শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. তুলসি কুমার দাস বলেন, উপাচার্য অবরুদ্ধ থাকায় অনেকটা অসুস্থ। তাই তাকে দেখতে এসেছিলাম। আসার সময় কিছু খাবারও এনেছিলাম। কিন্তু শিক্ষার্থীরা যেতে দেননি। তবে খাবারগুলো পুলিশ দিয়ে শিক্ষার্থীরা পাঠিয়েছেন।

তিনি আরও বলেন, শিক্ষার্থীরাও সংকটাপন্ন। তাই তাদেরকে আমরা অনশন ভাঙার অনুরোধ করি এবং আলোচনার মাধ্যমে সমাধানের আহবান জানাই। তবে শিক্ষার্থীরা তাদের দাবিতে অনড়।

উল্লেখ্য, গত রোববার বিকাল থেকে মানব দেয়াল তৈরি করে উপাচার্যের বাসভবনের ফটক বন্ধ করে দেন। এ সময় কার্যত অবরুদ্ধ অবস্থায় আছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি