সরকারের উন্নয়ন বরাদ্দ থেকে কাউকে বাদ দেয়া হবে না : মিসবাহুর রহমান

বড়লেখা প্রতিনিধি ;
  • প্রকাশিত: ৩ ফেব্রুয়ারি ২০২১, ৯:৩২ অপরাহ্ণ | আপডেট: ৪ বছর আগে

মৌলভীবাজার জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিছবাহুর রহমান বলেছেন, সরকারের উন্নয়ন বরাদ্দ থেকে কোন এলাকাকেই বাদ দেয়া হবে না। সমহারে সকল জনপ্রতিনিধিকে নিজেদের এলাকার উন্নয়ন কাজের প্রকল্পে জেলা পরিষদ বরাদ্দ দিবে।

তিনি উপজেলা চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যানদেরকে ৫ লাখ টাকার এবং পৌরসভার মেয়র ও ইউনিয়ন চেয়ারম্যানদেরকে ৩ লাখ টাকার উন্নয়ন প্রকল্প জমা দেয়ার আহ্বান জানান। তবে এক্ষেত্রে তিনি জনপ্রতিনিধগণকে জেলা পরিষদের স্ব-স্ব ওয়ার্ডের সদস্যদের জ্ঞাতার্তে প্রকল্প গ্রহণের অনুরোধ করেন।

তিনি বুধবার দুপুরে বড়লেখায় জেলা পরিষদ অডিটোরিয়ামে জেলা পরিষদের ১, ২, ৩ ও ৪ নং ওয়ার্ডের সদস্য, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস চেয়ারম্যান, পৌর মেয়র, ইউপি চেয়ারম্যান ও প্রশাসনিক কর্মকর্তাদের সাথে অনুষ্ঠিত মতবিনিময় সভায় এসব কথা বলেন।

জেলা পরিষদ সদস্য আবু আহমদ হামিদুর রহমান শিপলুর পরিচালনায় অনুষ্ঠিত মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা পরিষদের প্রধান নির্বাহী খোদেজা খাতুন, জুড়ী উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এমএ মোঈদ ফারুক, বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) রফিকুল ইসলাম সুন্দর, জুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মাসুক আহমদ, জুড়ী উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, বড়লেখা উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিন, থানার ওসি মো. জাহাঙ্গীর হোসেন সরদার, পৌরমেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা হাওলাদার আজিজুল ইসলাম, জেলা পরিষদ সদস্য শহিদুল ইসলাম শিমুল, আজিম উদ্দিন, বদরুল ইসলাম, জুবেদা ইকবাল, ইউপি চেয়ারম্যান হাজী মাছুম রেজা, সাহাব উদ্দিন, সালেহ আহমদ প্রমুখ।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি