সরকারি বিধিনিষেধ অমান্য : দুই কমিউনিটি সেন্টারকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক ;
  • প্রকাশিত: ১৬ জুন ২০২১, ১০:০৯ অপরাহ্ণ | আপডেট: ২ বছর আগে

করোনাভাইরাস সংক্রমণ রোধে সারা দেশে চলছে সরকারি বিভিন্ন বিধিনিষেধ। কিন্তু বিধিনিষেধ অমান্য করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় সিলেট শহরতলীর দুটি কমিউনিটি সেন্টারকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বিষয়টি নিশ্চিত করেছেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার শাম্‌মা লাবিবা অর্ণব।

তিনি জানান- করোনাকালীন স্বাস্থ্যবিধি বাস্তবায়নে সরকার কঠোর অবস্থানে রয়েছে। চলছে অভিযান। এর মধ্যে বুধবার স্বাস্থ্যবিধি উপেক্ষা করে বিয়ের অনুষ্ঠান আয়োজন করায় টুকেরবাজার জাংগাইল পয়েন্টস্থ ইয়াসিন কমিউনিটি সেন্টারকে ২০ হাজার ও আউসা, বলাউড়া এলাকার সাবিনা কমিউনিটি সেন্টারকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এছাড়া বিয়ের অনুষ্ঠান সমাপ্ত করে সকলকে ফেরত পাঠানো হয় এবং পরবর্তী সরকারি নির্দেশনা না পাওয়া পর্যন্ত সকল শিডিউলড প্রোগ্রাম বাতিল করতে বলা হয়।

শেয়ার করুন

এই সম্পর্কিত আরও খবর...

পোর্টাল বাস্তবায়নে : বিডি আইটি ফ্যাক্টরি